Sasraya News

Jaynagar : আরও তিনজন গ্রেফতার

Listen

আরও তিনজন গ্রেফতার

সাশ্রয় নিউজ ★ জয়নগর : জয়নগরকাণ্ডের এক সপ্তাহ পরে পুলিশের জালে আরও তিনজন। তাঁদের রবিবার রাত্রিবেলা গ্রেফতার করেছে পুলিশ। স্থানীয় সূত্রে খবর, ধৃতরা সকলেই তৃণমূল কংগ্রেসের কর্মী। সোমবার পুলিশ ধৃতদের বারুইপুর আলাদতে পেশ করেন। এখন পর্যন্ত মোট ছয়জনকে এই ঘটনায় গ্রেফতার করেছেন পুলিশ। প্রসঙ্গত, ১৩ নভেম্বর দুষ্কৃতিদের হাতে খুন হন তৃণমূল নেতা সাইফুদ্দিন লস্কর। তারপরই এলাকায় উত্তেজনা তৈরি হয়।

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

Also Read