Sasraya News

Jawan : অ্যাটলির ওপর খেপলেন কেন অভিনেত্রী!

Listen

অ্যাটলির ওপর খেপলেন কেন অভিনেত্রী!

সাশ্রয় নিউজ ★ বিনোদন ডেস্ক : জওয়ান বক্স অফিসে তোলপাড় শুরু করে দিয়েছে। বলা ভাল, এই মুহূর্তে জওয়ান জ্বরে কম্পমান সিনেমা দুনিয়া। ইতিমধ্যে অ্যাটলি পরিচালিত এই ছবিটির ব্যবসায়িক গতি ভীষণ ঊর্ধ্বগামী। দ্বিতীয় সপ্তাহে পা দিয়েই ছবিটি মাত্র দশ দিনে ব্যবসা করে ৭০০ কোটি। যা বক্স অফিসে তাক লাগিয়ে দিয়েছে। কিন্তু এই ছবিতে একটি বিশেষ চরিত্রে অভিনয় করেন প্রিয়মণি। শাহরুখ অভিনীত, চেন্নাই এক্সপ্রেস ছবিতেও দেখা যায় প্রিয়মণিকে। যাইহোক, বিশেষ সূত্রে জওয়ান-এ একটি ক্যামিও চরিত্রে থলপতি বিজয়কে দেখা যাবে বলে গুঞ্জন ওঠে। বিজয়ের এই ছবিতে থাকা নিয়ে উচ্ছ্বসিত হয়ে ওঠেন প্রিয়মণি। ছবির পরিচালক অ্যাটলির কাছে তিনি আবদার করেন, কোনও একটি সিনে বিজয়ের সঙ্গে তাঁর অভিনয়ের সুযোগ করে দেওয়ার জন্য। অ্যাটলি প্রিয়মণির অনুরোধ রাখার কথা ছিলেও শেষ পর্যন্ত জওয়ান-এ দক্ষিণী সুপারস্টার থলপতি বিজয় অভিনয় করেননি। প্রিয়মণির স্বপ্ন ভেঙে যায়। না, মজার ছলেই রাগতভাবে প্রিয়মণি একটি সাক্ষাৎকারে জানান, বিশ্বাসঘাতকতা করেছেন অ্যাটলি।

ছবি : সংগৃহীত 

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

Also Read