Jasprit Bumrah, Sanjana Ganesan | প্রথমে এড়িয়ে গিয়েছিলেন, পরে হলেন জীবনসঙ্গিনী, জানেন বুমরাহ ও সঞ্জনার প্রেমের গল্প?

SHARE:

শুভ্রাংশু চন্দ ★ সাশ্রয় নিউজ : জীবনের মোড় কখন কোথায় ঘুরে যায়, তা বোঝা দায়। আর তার সবচেয়ে ভালো উদাহরণ হতে পারেন জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah) এবং সঞ্জনা গণেশন (Sanjana Ganesan)। ছ’বছর আগের এক ঝলকের সাক্ষাৎ থেকে শুরু হয়ে শেষমেশ গড়িয়েছিল বিয়ের মঞ্চে। অথচ প্রথম দেখায় সঞ্জনার কাছে বুমরাহ ছিলেন প্রায় অদৃশ্য, এক কথায় বললে পাত্তাই দেননি তাঁকে!

জসপ্রীত বুমরাহ ও সঞ্জনা গনেশন। ছবি : সংগৃহীত

সম্প্রতি হরভজন সিংহ (Harbhajan Singh) ও গীতা বসরা (Geeta Basra)-র জনপ্রিয় শো হুজ় দ্য বস অনুষ্ঠানে হাজির হয়েছিলেন এই তারকা দম্পতি। সেখানেই মুখ খুললেন তাঁদের সম্পর্কের শুরুর দিনগুলো নিয়ে। ক্রীড়া সঞ্চালক সঞ্জনা অকপটে স্বীকার করেছেন, ২০১৯ সালের সেই প্রথম সাক্ষাৎ মোটেও কোনও ‘ম্যাজিক মোমেন্ট’ ছিল না। “২০১৯ বিশ্বকাপ চলাকালীন ভারতীয় দলের অনুশীলনে গিয়েছিলাম। ডিকে (Dinesh Karthik) ও আরও ক’য়েকজন আমাদের দিকে তাকিয়ে হাসিমুখে হাত নাড়ছিলেন। কিন্তু বুমরাহ?

জসপ্রীত বুমরাহ ও সঞ্জনা গনেশন। ছবি : সংগৃহীত

তিনি মুখ গম্ভীর করে যেন ঠিক করেছিলেন, ‘আমি ওদের দিকে তাকাব না, একটুও নড়ব না।’ তখন আমার মনে হয়েছিল, হয়ত ওর স্ত্রী বা বান্ধবী রয়েছে। তাই এড়িয়ে যাচ্ছে,” স্মৃতিচারণ করলেন সঞ্জনা।

জসপ্রীত বুমরাহ ও সঞ্জনা গনেশন। ছবি : সংগৃহীত

প্রথম দর্শনে সঞ্জনার হতাশা জমা হতে শুরু করেছিল। তাঁর কথায়, “একসময় ভাবলাম হয়ত আমিই কিছু ভুল করেছি। ওর দৃষ্টিভঙ্গি ছিল এমন যে, ও যেন খুব ব্যক্তিগত, অন্তর্মুখী কেউ।” তবে গল্পে মোড় আসে খুব তাড়াতাড়ি। ক’য়েকদিনের মধ্যেই আলাপ, তারপর শুরু হয় কথোপকথন। আর সেখান থেকেই গড়ে ওঠে এক অসাধারণ বন্ধুত্ব। ধীরে ধীরে সেই বন্ধুত্ব পরিণত হয় প্রেমে। সঞ্জনার ব্যাখ্যায়, “যখন আমরা একে অপরের সঙ্গে কথা বলা শুরু করি, তখন বুঝতে পারি আমি যা ভেবেছিলাম তার কিছুই ওর সঙ্গে মেলে না। ওর মধ্যে অনেক গভীরতা আছে। একেবারেই আলাদা।” গল্পের এই অংশে হেসে উঠে পাল্টা জবাব দেন বুমরাহ নিজেও। তিনি বলেন, “ও-একপেশে গল্প বলছে। ও ভেবেছিল আমি বিবাহিত! আসলে আমি ছোট থেকেই খুব লাজুক প্রকৃতির। খুব সহজে কারও সঙ্গে মিশতে পারি না। ‘হাই’ বলা বা অচেনা কারও দিকে তাকানো আমার স্বভাব নয়।”

জসপ্রীত বুমরাহ ও সঞ্জনা গনেশন। ছবি : সংগৃহীত

উল্লেখ্য, সেই লাজুক ছেলেটাই শেষ পর্যন্ত হয়ে ওঠেন সঞ্জনার জীবনসঙ্গী। ২০২১ সালের মার্চ মাসে তাঁরা বিবাহবন্ধনে আবদ্ধ হন। সাদামাটা অথচ সুন্দর এক অনুষ্ঠানে জীবনের নতুন ইনিংস শুরু করেন এই দুই ক্রীড়াজগতের পরিচিত মুখ। এরপর ২০২৩-এর সেপ্টেম্বরে জন্ম নেয় তাঁদের ছেলে অঙ্গদ (Angad)। ওই সাক্ষাৎকারে তাঁদের পারস্পরিক টান আর বন্ধুত্বের সম্পর্ক স্পষ্ট হয়ে উঠেছে প্রতি বাক্যে। হেসে খেলে নিজেদের ভুল বোঝাবুঝির স্মৃতি ভাগ করে নেওয়া, একে অপরের বিষয়ে খোলাখুলি মজা করার মুহূর্ত, সব মিলিয়ে যেন আরও একবার মনে করিয়ে দিল, সম্পর্কের শুরুটা যেমনই হোক না কেন, শেষ পর্যন্ত ভালোবাসাই সব কিছু জিতিয়ে দেয়। ভবিষ্যতে তাঁদের ছেলে অঙ্গদও হয়ত শুনবে মা-বাবার এই মজাদার প্রথম দেখা ও প্রথম ভুল বোঝাবুঝির গল্প। যেটি শুরু হয়েছিল এক ‘হাই’ না বলা থেকে, আর শেষ হয়েছে চিরসঙ্গী হয়ে ওঠার পরিণতিতে। আর তাতেই তো লুকিয়ে থাকে প্রেমের আসল সৌন্দর্য।

ছবি : সংগৃহীত
আরও পড়ুন : Sourav Gangly, VVS Laxman | নীরবতা আর প্রত্যাবর্তনের মাঝে রাগ অভিমানের গল্প, লক্ষ্মণকে বাদ দেওয়ার সেই সিদ্ধান্তের গোপন কথা জানালেন সৌরভ

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন