



সাশ্রয় নিউজ ডেস্ক ★ কলকাতা : ভারতীয় ক্রিকেটে চলছে একের পর এক ধাক্কার ধাক্কা! রোহিত শর্মা ও বিরাট কোহলির টেস্ট থেকে অবসরের পর এবার নতুন করে বিতর্কের কেন্দ্রে উঠে এলেন জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah)। সূত্রের খবর, ইংল্যান্ডের বিরুদ্ধে আসন্ন ৫ ম্যাচের টেস্ট সিরিজে পুরো সিরিজে অংশগ্রহণ করতে পারবেন না তারকা পেসার। বুমরাহ নিজেই জানিয়েছেন, তার শরীর ৩টির বেশি টেস্ট ম্যাচের চাপ নিতে পারবে না। আর এই খবরে চিন্তার ভাঁজ পড়েছে বিসিসিআই-এর কপালে।
বুমরাহ’র সিদ্ধান্তে ধাক্কা ভারতীয় ক্রিকেট মহলে! বিসিসিআই সূত্রে জানা গিয়েছে, বুমরাহ নাকি সরাসরি জানিয়ে দিয়েছেন, তার শরীর ৫ টেস্টের ধকল সামলাতে পারবে না। বোর্ডের এক কর্মকর্তা জানিয়েছেন, “বুমরাহ ইতিমধ্যেই বোর্ডকে জানিয়েছেন যে তিনটি টেস্টের বেশি খেলতে পারবেন না।” ফলে, ইংল্যান্ডের মাটিতে এই গুরুত্বপূর্ণ সিরিজের জন্য বুমরাহকে প্রথম একাদশে রাখা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা।
শামিও থাকছেন না! ভারতীয় শিবিরে নতুন ধাক্কা। বুমরাহর অনুপস্থিতির খবরের পর আরও এক ধাক্কা এসেছে। মহাম্মদ শামি (Mohammad Shami), যিনি চোটের কারণে দীর্ঘদিন ধরে টেস্ট দলে নেই, তিনিও সম্ভবত ইংল্যান্ড সফরে যাচ্ছেন না। সূত্রের খবর, সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে বোলিং করতে গিয়ে ফিটনেস টেস্টে উত্তীর্ণ হতে পারেননি শামি। ২০২৩ সালে ওভালে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের পর আর টেস্ট ক্রিকেটে দেখা যায়নি শামিকে। ফলে, শামি-বুমরাহ জুটি ছাড়া টিম ইন্ডিয়ার শক্তি কতটা কমে যাবে, তা নিয়ে উঠছে প্রশ্ন।
অন্যদিকে কে হবেন ভারতের অধিনায়ক?রোহিত-কোহলির অবসরের পর ভারতের টেস্ট দলের অধিনায়ক কে হবেন, তা নিয়ে চলছে জোর জল্পনা। বুমরাহ না থাকলে, নেতৃত্বের দায়িত্ব কি এসে পড়বে শুভমান গিলের কাঁধে? নাকি বোর্ড নতুন কাউকে ভাবছে? যদিও আগামীকাল টেস্ট স্কোয়াডের ঘোষণা হওয়ার কথা, তবে বোর্ডের সিদ্ধান্তের দিকে এখন নজর সব ক্রিকেটপ্রেমীদের।
ইংল্যান্ড সফর শুরু আগেই ধাক্কা! একদিকে নতুন অধিনায়ক নির্বাচন, অন্যদিকে বোলিং লাইন-আপের দুই স্তম্ভ বুমরাহ ও শামির অনুপস্থিতি—সব মিলিয়ে ইংল্যান্ড সফরের আগে ভারতীয় শিবিরে তৈরি হয়েছে অজানা আশঙ্কা। কঠিন চ্যালেঞ্জের মুখে এবার কেমন করে ঘুরে দাঁড়াবে টিম ইন্ডিয়া, সেটাই এখন কোটি টাকার প্রশ্ন।
ছবি : সংগৃহীত
আপনার মতামত কী?
ভারতের বোলিং আক্রমণ কে সামলাবে? বুমরাহ-শামির অনুপস্থিতিতে কাদের ওপর ভরসা রাখবেন রাহুল দ্রাবিড়? মতামত জানাতে কমেন্ট করুন।
টিম ইন্ডিয়ার জন্য রইল শুভকামনা!
