



সাশ্রয় নিউজ ডেস্ক ★ কলকাতা : ভারতীয় ক্রিকেটপ্রেমীদের জন্য নতুন করে চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে জসপ্রীত বুমরাহকে (Jasprit Bumrah) নিয়ে! বুমরাহ কী টেস্ট খেলতে ইংল্যান্ড সফরে (England Tour) যাবেন? প্রসঙ্গত, ইংল্যান্ডের মাটিতে আসন্ন ৫ ম্যাচের টেস্ট সিরিজের জন্য ভারতের স্কোয়াড ঘোষণার আগে জানা গিয়েছে, বুমরাহ সম্ভবত পুরো সিরিজ খেলতে পারবেন না। সূত্রের খবর, বুমরাহ নিজেই বিসিসিআইকে (BCCI) জানিয়েছেন, তিনি ৫ টেস্টের চাপ নিতে পারবেন না। তার শরীর নাকি মাত্র ৩টি টেস্টের ধকলই সহ্য করতে পারবে। ফলে বোর্ডের পক্ষ থেকে বুমরাহকে সম্পূর্ণ সিরিজের জন্য নেওয়া হবে কি না, তা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।
বোর্ডের এক কর্তা জানিয়েছেন, “বুমরাহ স্পষ্ট জানিয়েছেন, তাঁর শরীর পাঁচটি টেস্ট ম্যাচের জন্য উপযুক্ত নয়। সর্বাধিক তিনটি ম্যাচ খেলতে পারবেন বলে তিনি জানিয়েছেন। এই অবস্থায় তাঁকে সিরিজের জন্য নির্বাচিত করা হবে কি না, তা নিয়ে আমাদের বোর্ডে আলোচনা চলছে।”

শেষ পর্যন্ত কি বুমরাহ যাচ্ছেন ইংল্যান্ড সফরে? বুমরাহ হয়ত টেস্ট স্কোয়াডে রাখা হতে পারে, কিন্তু পুরো সিরিজ খেলার সম্ভাবনা খুবই কম। বোর্ডের তরফে বুমরাহকে হয়ত আংশিক সিরিজের জন্য বেছে নেওয়া হতে পারে—যেমন প্রথম তিনটি ম্যাচ বা শেষ তিনটি ম্যাচে তাঁকে খেলানো হতে পারে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত এখনও বোর্ডের হাতেই। তবে বুমরাহর ফিটনেস নিয়ে বোর্ডের দুশ্চিন্তা যাচ্ছে না! বুমরাহর ফিটনেস নিয়ে বোর্ডের দুশ্চিন্তা নতুন নয়। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষ সিরিজের সময়ও চোটের কারণে মাঠের বাইরে চলে গিয়েছিলেন তিনি। এমনকী সেই সিরিজের পঞ্চম টেস্টের দ্বিতীয় ইনিংসে বোলিংই করতে পারেননি। তাই ইংল্যান্ড সফরে তাকে পুরো সিরিজের জন্য নেওয়া একপ্রকার ঝুঁকির মধ্যে পড়বে বলে মত প্রাক্তন ক্রিকেটারদের একাংশের।
প্রশ্ন উঠছে, ভারতের টেস্ট আক্রমণ কী ধাক্কা খেতে পারে এই মুহূর্তে? বুমরাহ এবং শামি দুজনকেই না পেলে ভারতের বোলিং আক্রমণ বড়সড় চ্যালেঞ্জের মুখে পড়বে। নতুন মুখদের সুযোগ দেওয়া হলেও তাদের অভিজ্ঞতার ঘাটতি পূরণ করা সহজ হবে না।সুতরাং, জসপ্রীত বুমরাহ ইংল্যান্ড সফরের টেস্ট দলে থাকলেও, পুরো ৫ ম্যাচ সিরিজে তাকে দেখা যাবে না বলেই মনে করা হচ্ছে। এখন দেখার বিষয়, বুমরাহর অনুপস্থিতিতে কে সামলাবে ভারতের পেস আক্রমণের ভার!
ছবি : সংগৃহীত
আপনার কি মনে হয়, বুমরাহ ছাড়া ভারতীয় বোলিং কতটা শক্তিশালী? মতামত জানান কমেন্টে!
