Sasraya News

Saturday, February 15, 2025

Jammu &Kashmir Election result: কাশ্মীরের আবহাওয়ায় ফের ওমর ! বিজেপির ৩৭০ অনুচ্ছেদ !

Listen

কাশ্মীরের আবহাওয়ায় ফের ওমর ! বিজেপির ৩৭০ অনুচ্ছেদ !

 

সাশ্রয় নিউজ: জম্মু ও কাশ্মীর : প্রশ্ন অন্দরমহলে দানা বেঁধেছে বিজেপির। মাথায় হাত উঠেছে তাবড় তাবড় নেতাদের। ইন্ডিয়া জোট যখন ম্যাজিক ফিগার পেরিয়ে 51 তখন আর প্রশ্ন লুকিয়ে রাখবে কোথায় ! বিশ্ময়ের মাথায় হাত বিজেপি নেতাদের। বিজেপি মাত্র২৮ টি আসন নিয়েই সন্তুষ্ট থাকতে হল 5 বছরের জন্য। এই বিধানসভা

এবারেও কি তাহলে ৩৭০ অনুচ্ছেদ কাজ করলনা ! কংগ্রেস জোটের হয়ে ফারুক আব্দুল্লাহ বলেন “রায় দিয়েছেন মানুষ। ওরা প্রমাণ করে দিয়েছে য়ে ৩৭০ অনুচ্ছেদ তুলে দেওয়ার সিদ্ধান্ত কার্যকর হয়নি।” তিনি আরও বলেন যে, “ওমর আব্দুল্লাহই হবেন মুখ্যমন্ত্রী।”

ন্যাশানাল কনফারেন্স নেতা হলেন ওমর আব্দুল্লাহ।। তিনি 2009 সাল থেকে টানা চেয়ারম্যানের পদে রয়েছেন। রাহুল গান্ধীকে আঁকড়ে ধরেই এই জয় বলে উল্লেখ। কারণ 2009 সালে কংগ্রেসের জোটেই প্রথমবারের মুখ্যমন্ত্রী হন তিনি। এবারেও তার ফল ফিরে পেয়েছেন বলে জানা যায়। অন্যদিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অমিত শাহ মাটি কামড়ে জম্মু ও কাশ্মীর জুড়ে প্রচার চালিয়ে যান বলে খবর। অথচ লাভের লাভ কিছুই হলনা । প্রশ্ন থেকে গেল দুই ক্ষেত্রে।

আরও পড়ুন :RGKar incident: সি বি আই এর ৪৫ পাতার চার্জশিট অথচ দোষী একজন !

এক নজরে জম্মু ও কাশ্মীরের 2024 বিধানসভার ফলাফল

JAMMU & KASHMIR

CONG + – 51

BJP – 28

PDP – 02

OTH – 09

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment