



জম্মু-কাশ্মীরে পরিযায়ী শ্রমিকদের ওপর জঙ্গি হামলা
সাশ্রয় নিউজ : জন্মু ও কাশ্মীররে পরিযায়ী শ্রমিকদের ওপর হামলা চালিয়েছে জঙ্গীরা। এই হামলায় আতঙ্কিত বিভিন্ন রাজ্য থেকে জম্মু ও কাশ্মীরে কাজ করতে যাওয়া শ্রমিকরা।
গত শনিবার সোপিয়ানে একজন কাশ্মীরি পণ্ডিতকে লক্ষ্য করে গুলি করে জঙ্গিরা। ওই কাশ্মীরি পণ্ডিতকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত্যু হয়। কাশ্মীরি পণ্ডিতের মৃত্যুর ঘটনায় দেশ জুড়ে নিন্দার ঝড় ওঠে। শনিবারের ওই ঘটনার রেশ কাটে বা কাটতেই খোদ সোপিয়ানেই গত সোমবার আবার জঙ্গি হামলা ঘটল। এবার তাদের নিশানা ছিল পরিযায়ী শ্রমিকরা।
সোপিয়ানের হারমেনে জঙ্গি হামলায় প্রাণ হারিয়েছেন, দু’জন পরিযায়ী শ্রমিক। দু’জনেই পরিযায়ী শ্রমিক। সোপিয়ানে কাজ করতে এসেছিলেন মণিশ কুমার ও রাম সাগর। তাঁদের বাড়ি, উত্তরপ্রদেশের কনৌজে।
পুলিশ সুত্রে জানা যায়, ঘটনার কিছুক্ষণের ভেতরেই সোপিয়ান পুলিশ গ্রেফতার করেছে ইমরান বসির জ্ঞানী নামে একজন জঙ্গিকে। জম্মু-কাশ্মীর পুলিশের এডিজি বিজয় কুমার জানান, ধৃত জঙ্গিই শ্রমিকদের ওপর গ্রেনেড হামলা করে।
