Sasraya News

Jalpaiguri incident : জলপাইগুড়ির ধূপগুড়িতে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ 

Listen

জলপাইগুড়ির ধূপগুড়িতে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ 

জলপাইগুড়ি : ট্রাক ও বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে ৪৮ নম্বর এশিয়ান হাইওয়ের ওপর। ধূপগুড়ি স্টেশন সংলগ্ন এই মর্মান্তিক পথদুর্ঘটনায় আহত হয়েছেন বাস চালক সহ ৮ জন যাত্রী। আহতদের নিকটস্থ হাসপাতালে ভর্তি করেছেন স্থানীয় মানুষজন ও পুলিশকর্মীরা। আহতদের ভেতর কয়েকজনের অবস্থাই আশঙ্কাজনক। 

    জানা যায় যে, যাত্রীবাহী ওই বাস,  যাত্রী ভর্তি ছিল। জলপাইগুড়ি থেকে কোচবিহারগামী বাসটি ধূপগুড়ি স্টেশন পেরিয়ে একটু এগিয়ে যায়। স্থানীয় মানুষজন বলেন, “দুটো গাড়িরই খুব গতি ছিল। আমরা তীব্র শব্দ পেয়ে এগিয়ে যাই। গিয়ে দেখি একটি বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। আমরা উদ্ধার কার্য করার চেষ্টা করি। ” উল্লেখ্য, স্থানীয় জনসাধারণ প্রাথমিকভাবে উদ্ধারকাজ শুরু করেন। তারপর কিছুক্ষণ পরে ধূপগুড়ি থানা ও দমকলকর্মীরা ঘটনাস্থলে এসে উদ্ধারকাজ শুরু করে। আহতরা ধূপগুড়ি গ্রামীণ হাসপাতালে ভর্তি। পুলিশ বাস ও ট্রাকটিকে আটক করেছে। 

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

Also Read