Sasraya News

Friday, March 28, 2025

Jalpaiguri : নাবালক বর ও বউকে আটক করল পুলিশ

Listen

নাবালক বর ও বউকে আটক করল পুলিশ

সাশ্রয় নিউজ ★ ক্রান্তি : সদ্য বিবাহিত নাবালক দম্পতিকে আটক করল পুলিশ। স্থানীয় বিডিও-এর নির্দেশ মতো ক্রান্তির নাগরডাঙা থেকে আটক করে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, কোনও একজন মওলানা তাঁদের বিবাহ দেন ধর্মীয় রীতি মেনে। পুলিশ আরও জানায়, দিন ক’য়েক আগেই তাঁরা বিয়ে করে। দু’জনের নামেই মামলা শুরু হয়েছে। নাবালককে কোর্টে তোলা হবে ও নাবালিকাকে হোমে পাঠানো হবে বলে উল্লেখ।

ছবি : প্রতীকী 

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment