Sasraya News

Thursday, June 19, 2025

Jakir Hossain : গরু পাচার মামলায় আবার ইডির তলব তৃণমূল কংগ্রেস বিধায়ক জাকিরকে

Listen

গরু পাচার মামলায় আবার ইডির তলব তৃণমূল কংগ্রেস বিধায়ক জাকিরকে

সাশ্রয় নিউজ ★ কলকাতা : গরু পাচার মামলায় তৃণমূল কংগ্রেস বিধায়ক জাকির হোসেনকে তলব করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। চলতি মাসের গত ২ তারিখও ইডি তলব করেছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী জাকির হোসেনকে। কিন্তু, তিনি যাননি। কিন্তু আগামী সপ্তাহে ফের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি তলব করেছেন তাঁকে। বিশেষভাবে উল্লেখ্য যে, গরুপাচার মামলায় ইতিমধ্যেই গ্রেফতার হয়েছেন, বীরভূম তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল, তাঁর দেহরক্ষী সায়গল হোসেন ও অনুব্রতর হিসাবরক্ষক মনীশ কোঠারি। ইডি তলব করেছেন অনুব্রত কন্যা সুকন্যাকে। কিন্তু সুকন্যা উপস্থিত হননি। তাঁর আইনজীবী মারফৎ না যেতে পারার কারণ দর্শে ইডিকে চিঠি পাঠিয়েছেন বলে উল্লেখ। অন্যদিকে অনুব্রত দিল্লি যাত্রার দিন শক্তিগড়ে প্রাতঃরাশ করতে দেখা গিয়েছিল, তাঁদের একজন কৃপাময় ঘোষ। কৃপাময়-এর কাছেও ইডি ডাক পাঠিয়েছেন।

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment