



সাশ্রয় নিউজ ★ কলকাতা : জ্যাকি ভাগনানি ও রাকুল প্রীত সিং-য়ের বিয়ে (Jackky Bhagnani- Rakul Preet Singh Wedding)। দিকে সকলের নজর ছিল। ২১ ফেব্রুয়ারি বিয়ে করলেন প্রযোজক জ্যাকি ভাগনানি ও অভিনেত্রী রাকুল প্রীত সিং। গোয়ায় সমুদ্রের কাছেই বসে তাঁদের বিয়ের আসর। এই মাসের ২১ তারিখ জ্যাকি ও রাকুল প্রথমে শিখ ও পরে সিন্ধি রীতি অনু্যায়ী বিয়ে করেন। কারণ হিসেবে তাঁদের ব্যাখ্যা, রাকুল শিখ ও জ্যাকি সিন্ধি। বিয়েতে দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠরা উপস্থিত ছিলেন। এবং তাঁদের ভালবাসা ও আশীর্বাদ নিয়েই দাম্পত্য জীবনে পপদার্পণ করলেন প্রযোজক ও অভিনেত্রী জুটি। জ্যাকি ও রাকুলের বিগত ক’য়েক বছরের প্রেমের সম্পর্ক দাম্পত্যের পরিণতি পাওয়ায় খুশি তাঁদের অনুরাগীরাও। ২২ ফেব্রুয়ারি মুম্বাইয়ে তারকাখচিত রিসেপশনে হাজির ছিলেন সিনেমা সহ সমাজের বিভিন্ন স্তরের ব্যক্তিত্বরা। -সংগৃহীত ছবি
আরও পড়ুন : IPL 2024 : IPL এর কাউন্ট ডাউন শুরু, ২২ মার্চ প্রথম ম্যাচ
