Sasraya News

Italy : প্রথম মহিলা প্রধানমন্ত্রী পেল ইটালি 

Listen

প্রথম মহিলী প্রধানমন্ত্রী পেল ইটালি 

সাশ্রয় নিউজ : ব্রাদারস অব ইটালি দল জোট সঙ্গীদের নিয়ে সরকার গঠন করল ইটালিতে। ওই দক্ষিণপন্থী জোট সরকারের প্রধানমন্ত্রী হলেন জার্জিয়া মেলোনি।  রাজনৈতিক ইতিহাসে দেশটির প্রথম মহিলা প্রধানমন্ত্রী। বিগত ইতিহাস বলছে, মুসোলিনীর শাসনকালের পরে আরেকবার দক্ষিণপন্থী সরকার গঠিত হল দেশটিতে। সেই সরকারের প্রধানমন্ত্রী হিসেবে শপত নিয়েছেন জার্জিয়া মেলোনি। শনিবার ইটালির প্রেসিডেন্ট ভবনে, শপথ নেন তিনি। ৪৫ বছর বয়সী মেলোনি তাঁর দেশের আগামী কর্মপদ্ধতি সুষ্ঠুভাবে পরিচালন করার জন্য শপথের আগের দিনই মন্ত্রীসভার সদস্যদের নাম ঘোষণা করেছেন।

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

Also Read