



মৎস্যজীবীদের মাছের পোনা দেওয়া হল ইটাহারে
সাশ্রয় নিউজ ★ ইটাহার : মৎস্যজীবীদের মাছের পোনা দেওয়া হল। ইটাহার ব্লকের পক্ষ থেকে এই উদ্যোগ গ্রহণ করা হয় রবিবার। ১২০ জন মৎস্যজীবীরদে দেওয়া হয় মাছের পোনা। প্রতিটি মৎস্যজীবীকে ২০ কিলো মাছের পোনা ও ২০ কিলো চুন তুলে দেওয়া হয়। ইটাহার ব্লক প্রশাসনের পক্ষে জানানো হয় যে, মৎস্যজীবীদের স্বনির্ভর করতেই রাজ্যের এই উদ্যোগ নেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মৎস্য দফতরের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক শিবাঙ্গি গুপ্তা, ইটাহার ব্লকের বিডিও অমিত বিশ্বাস প্রমুখ ব্যক্তিরা।
