Sasraya News

Wednesday, June 18, 2025

Iran : দর্শক আসনে অজস্র মানুষ, অথচ কেন এমন করলেন?

Listen

দর্শক আসনে অজস্র মানুষ, অথচ কেন এমন করলেন? 

সাশ্রয় নিউজ : ইরান সরকারের বিরুদ্ধে দেশটির নারীরা ফুঁসছে বলে সংবাদ সংস্থা সুত্রে খবর। সরকার বিরোধী শ্লোগান থেকে হিজাবে আগুন জ্বলানো তাঁদের আন্দোলন থেকে কিছুই বাদ যাচ্ছে না।

ইরানে হিজাব বিরোধী বিক্ষোভের জের। তুরস্কের একজন শিল্পী মাথার চুল কেটে প্রতিবাদ করলেন সে-দেশের সরকারের নীতির।
ইরান সরকারের বিরুদ্ধে পথে নামছেন ওই দেশের নারীরা। দেশের পথে নেমে প্রতিবাদ জানাচ্ছেন তাঁরা। রাজধানী শহর তেহরানেও বিক্ষোভ হচ্ছে। তেমনি দেশটির ৪৬ টি শহরে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। প্রতিদিন আন্দোলন তীব্র হচ্ছে তাঁদের।

মাহশা আমিনি-এর মৃত্যুর পর থেকেই ফুঁসছে ইরানী নারীরা। গ্রাম শহর সর্বত্র আন্দোলন ছড়িয়েছে। বিক্ষোভ হচ্ছে দেশটির গ্রাম গ্রামান্তরেও।
মাহশা আমিনি নামে এক ২২ বছরের তরুণী পুলিশের হেফাজতে প্রাণ হারান। আমিনির মৃত্যুর পরেই ক্ষোভে ফুঁসছে ইরানী নারীরা। পর্দার আড়াল থেকে বেরিয়ে এসে নারীশক্তি দেশের সরকারকে প্রতিদিন প্রতি মুহূর্তে জানান দিচ্ছেন, খাঁচার ভেতর আর না। আর তাঁদের পুতুল বানিয়ে রাখা যাবে না।

তুরস্কের সঙ্গীতশিল্পী মেলেক মোসো হঠাৎ যা ঘটালেন তা বিস্ময় জাগালো বিশ্ববাসীর মনে! মোসো দর্শকাসনে বসে থাকা অজস্র মানুষের সামনে হঠাৎই নিজের মাথাযর চুল কাটতে শুরু করেন। তুরস্কের ওই শিল্পীর নিজের দেশে থেকেই ইরানের মহিলাদের বিক্ষোভকে এইভাবে সমর্থন করে সারা বিশ্বকে চমকে দিলেন। দেশটির বিক্ষোভ, কেবল দেশের ভেতরে আর সীমাবদ্ধ থাকল না।
মেলেক মোসো, আরেকবার মনে করিয়ে দিলেন শিল্পীর নির্দিষ্ট কোনও দেশ হয় না। শিল্পী সমগ্র ব্রহ্মাণ্ডের।

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment