Sasraya News

Iran : এলোপাতাড়ি গুলি, মৃত ১৫ 

Listen

এলোপাতাড়ি গুলি, মৃত ১৫ 

সাশ্রয় নিউজ : ইরানের ফার্স প্রদেশের রাজধানী সিরাজে এক মাজারে হঠাৎ ববন্দুকবাজের হামলায় নিহত হয়েছে ১৫ জন তীর্থযাত্রী। আন্তর্জাতিক সংবাদ সূত্রে জানা যায়, ইরানের বিচার বিভাগীয় ওয়েবসাইট অনুযায়ী, উল্লেখ আছে যে এই হামলায় তিনজন জড়িত আছে। যদিও দুইজন বন্দুকবাজকে পুলিশ আটক করলেও তৃতীয়জন পলাতক। এই হামলার ঘটনাটি ঘটে ২৬ অক্টোবর, বুধবার, ইরানের ফার্স প্রদেশের ঐতিহাসিক রাজধানী সিরাজে। সিয়া ধর্মাবলম্বীদের কবরস্থানে। 

সংবাদমাধ্যমে উল্লেখ আছে যে, প্রত্যক্ষদর্শীদের কথায়, গাড়িতে করে হামলাকারীরা শাহ চেরাগ-এর মাজারের প্রবেশপথে হামলাকারীদের গাড়িটি এসে থেমেই তীর্থযাত্রীদের ওপর এলোপাতাড়ি গুলি চালায়। ফলে ১৫ জন তীর্থযাত্রী রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে। 

ইরানীয় সংবাদ সূত্রে জানা যায়, বেশ কয়েক সপ্তাহ ধরে হিজাব বিরোধী আন্দোলন চলছে ইরান জুড়ে। অনেকেই মনে করছেন এই সুযোগে হামলাকারীরা তীর্থযাত্রীদের ওপর অহেতুক গুলিবর্ষণ করে। 

ইতিমধ্যে এই ঘটনায় দেশ জুড়ে তোলপাড় শুরু হয়েছে। শোকের ছায়া নেমে এসেছে আমপাবলিকের অন্তরে। 

উল্লেখ্য, মাহসা আমিনির মৃত্যুকে কেন্দ্র করে ইরানে যে হিজাব বিরোধী আন্দোলন শুরু হয়েছে, তা ইতিমধ্যে সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে। বিশ্বের হিজাব বিরোধীরা নিজ নিজ ক্ষেত্র থেকে সমর্থন জানিয়ে ওই আন্দোলনকে। এবং তাঁরা আমিনির মৃত্যুর প্রতিবাদ জানিয়েছেন। একজন সঙ্গীত শিল্পী, দর্শকানে বসে থাকা দর্শকদের সামনে নিজের চুল কেটে প্রতিবাদ জানিয়ে হিজাব বিরোধী আন্দোলনকারীদের পাশে থাকার বার্তা দিয়েছিলেন। 

ইরানীয় সংবাদমাধ্যম সূত্রে উল্লেখ, ইরানীয় প্রশাসন হিজাব বিরোধী আন্দোলনকারীদের আন্দোলন প্রতিহত করতে ব্যস্ত, তারই সুযোগ নিয়েছে হামলাকারীরা। উল্লেখ্য, নিহত ১৫ জনের ভেতর শিশুও আছে। বন্দুকবাজদের হামলায় আহত হয়েছেন ৪০ জনেরও বেশি নারী, শিশু ও পুরুষ তীর্থযাত্রী। 

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

Also Read