Sasraya News

Saturday, February 15, 2025

Iqbal Ahmed Death : প্রয়াত ইকবাল আহমেদ

Listen

সাশ্রয় নিউজ ডেস্ক ★ কলকাতা : প্রয়াত হয়েছেন ইকবাল আহমেদ (Iqbal Ahmed Death)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৮ বছর। বিগত চার বছর ধরে তিনি মধুমেহ রোগে ভুগছিলেন বলে। প্রায় অসুস্থ থাকায় প্রায় গৃহবন্দী অবস্থাতেই কাটত কলকাতা পুরসভার প্রাক্তন ডেপুটি মেয়রের। বেশ কিছু বছর আগে অসুস্থতার জন্যই তাঁকে কলকাতা পুরসভার (KMC) ডেপুটি মেয়রের পদ থেকে সরিয়ে দেওয়া হয় বলে সূত্রের খবর। উল্লেখ্য যে, ইকবাল আহমেদ খানাকুলের প্রাক্তন বিধায়ক ছিলেন। অন্যদিকে, তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সাংসদ সুলতান আহমেদের ভাই ইকবাল আহমেদ। নারদা কাণ্ডে (Narada Scam) নাম জড়ায় সুলতান আহমেদের। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা তাঁকে বারবার জিজ্ঞাসাবাদ করেন। ইকবাল আহমেদও ইডির জিজ্ঞাসাবাদের মুখোমুখি হন। রাজনৈতিক মহল ছাড়াও খেলার সঙ্গেও তাঁর সংযোগ ছিল দীর্ঘদিনের। প্রায় ২৩ বছরের সম্পর্ক ছিল মোহামেডান ক্লাবের। ভোট সপ্তমীর আগে শোকের ছায়া রাজনৈতিক ও ক্রীড়া মহলে।

ছবি : সংগৃহীত

আরও খবর : Loksabha Election 2024 : রাত পোহালেই ভোট, চলতে নাকা চেকিং

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment