Sasraya News

IPL – CRICKET : দলের সঙ্গে যোগ দিলেন হার্দিক, ভারতীয় ক্রিকেটারদের ভেতর IPL প্রস্তুতি তুঙ্গে

Listen

দলের সঙ্গে যোগ দিলেন হার্দিক, ভারতীয় ক্রিকেটারদের ভেতর IPL প্রস্তুতি তুঙ্গে

সাশ্রয় নিউজ ★ মুম্বাই : ভারতীয় ক্রিকেটারদের ভেতর IPL জ্বর তুঙ্গে। গত বছর দলকে যোগ্য নেতৃত্ব দিয়ে গুজরাটকে আইপিএল তুলে দিয়েছিলেন হার্দিক পাণ্ডিয়া। রবিবার তিনি নিজের আইপিএল দলের সঙ্গে যোগ দিলেন। তাঁর একরত্তিকে কোলে নিয়ে হোটেলে ঢোকেন এই ভারতীয় ক্রিকেটার। গত বছর আইপিএল-এ দারুণ পার্ফমেন্স করে ভারতীয় দলে ফিরেছিলেন। এবারও গুজরাট দলের নেতৃত্ব দিয়ে দলের পারফরম্যান্স ধরে রাখার। ভারতীয় দলের আগামী দলনায়ক হিসেবে তাঁকে দেখা যেতে পারে বলে কানাঘুষো চলছে। ইতিমধ্যেই হার্দিক রোহিত শর্মার অবর্তমানে টি-টোয়েন্টিতে দলের নেতৃত্ব দিয়েছেন।

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

Also Read