



পারিজাত গঙ্গোপাধ্যায় ★ আহমেদাবাদ : অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (RCB) আজ রাতে আহমেদাবাদে চিন্নাস্বামী স্টেডিয়ামে অনুষ্ঠিত আইপিএল ২০২৫-এর ফাইনালে পাঞ্জাব কিংসকে হারিয়ে তাদের প্রথম আইপিএল ট্রফি ঘরে তুলল। বহু বিতর্ক, প্রত্যাশা, ব্যর্থতার অধ্যায় মুছে দিয়ে এবারের আসর যেন আরসিবির জন্য নতুন ইতিহাস রচনার রূপকথা হয়ে রইল।
চিন্নাস্বামী স্টেডিয়ামের কানায় কানায় ভরা গ্যালারিতে উচ্ছ্বাসের ঢেউ ওঠে আরসিবি সমর্থকদের। ৬ রানে জিতে নেয় ব্যাঙ্গালোর। ম্যাচ শেষে আরসিবি ডাগআউটে আবেগ, হাসি আর চোখের জলে মিশে গিয়েছিল বিগত বছরগুলির শূন্যতা ঘোচানোর আবেগ।
প্রথমে ব্যাট করে আরসিবি তোলে ১৮৫ রান। বিরাট কোহলি খেলেন ৩৫ বলে ৪৩। আজকের জয় শুধু একটি ফাইনাল ম্যাচ জয় নয়, এটি একটি অধ্যায়ের সমাপ্তি এবং নতুন ইতিহাসের সূচনা। আরসিবি সেই দলে পরিণত হল, যারা ‘আনলাকি’ ট্যাগ থেকে বেরিয়ে সত্যিকার চ্যাম্পিয়নের মুকুট পরল। শেষ পর্যন্ত বলতেই হয়, ১৮তম আইপিএলের মুকুট মাথায় দিয়ে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর শুধু একটি ট্রফি জেতেনিতারা জিতেছে কোটি কোটি মানুষের হৃদয়।
ছবি : সংগৃহীত
আরও পড়ুন : Carl Tanzler – Elena Love Story : কার্ল ট্যানজলারের প্রেম: প্রেমিকার মৃত্যু থামাতে পারেনি
