



সাশ্রয় নিউজ ডেস্ক ★ কলকাতা : ভারত-পাকিস্তান সংঘর্ষে জন্য সাময়িকভাবে স্থগিত ছিল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL)। দুই দেশের ভেতর সংঘর্ষ বিরতির পরে ফের নতুন করে IPL-এর বাকি ম্যাচগুলির শুরু করার সিদ্ধান্ত নেয় বোর্ড। একই সঙ্গে বাকী ম্যাচগুলির সূচী প্রকাশ করল বোর্ড।
বোর্ডের সূচী অনুযায়ী জানা যায়, চারটি শহরে IPL-এর বাকি ম্যাচগুলি হবে যথাক্রমে বেঙ্গালুরু, জয়পুর, দিল্লি, আহমেদাবাদ, লখনউ ও মুম্বাইয়ে।
বেঙ্গালুরুতে ম্যাচ ১৭ মে কেকেআর-এর সঙ্গে খেলবে বেঙ্গালুরু। এছাড়াও বেঙ্গালুরু ও হায়দরাবাদ ম্যাচ ২৩ মে। এই দু’টি ম্যাচ ঘরের মাঠে খেলবে কোহলিরা।
একনজরে বাকি ম্যাচের সূচী
✍️ ১৭ মে ২০২৫। বেঙ্গালুরু ও কেকেআর। মাঠ : বেঙ্গালুরু।
✍️১৮ মে ২০২৫। পাঞ্জাব বনাম রাজস্থান। মাঠ : জয়পুর।
✍️১৮ মে ২০২৫। গুজরাট বনাম দিল্লি। মাঠ : দিল্লি।
✍️১৯ মে ২০২৫। হায়দরাবাদ বনাম লখনউ। মাঠ: লখনউ।
✍️২০ মে ২০২৫ চেন্নাই বনাম রাজস্থান। মাঠ : দিল্লি।
✍️২২ মে ২০২৫ লখনউ বনাম গুজরাট। মাঠ : আহমেদাবাদ।
✍️২৪ মে ২০২৫। পাঞ্জাব বনাম দিল্লি। মাঠ : জয়পুর।
✍️২৫ মে ২০২৫। কলকাতা বনাম হায়দরাবাদ। মাঠ : দিল্লি।
✍️২৫ মে ২০২৫। চেন্নাই বনাম গুজরাট। মাঠ: আহমেদাবাদ।
✍️২৬ মে ২০২৫। মুম্বাই বনাম পাঞ্জাব। মাঠ: জয়পুর।
✍️২৭ মে ২০২৫। বেঙ্গালুরু বনাম লখনউ। মাঠ : লখনউ।
উল্লেখ্য, ২৯ মে ২০২৫, প্রথম কোয়ালিয়ায়ার ম্যাচ। দ্বিতীয় কোয়ালিয়ার ম্যাচ ১ জুন ২০২৫। রবিবার। ৩০ মে ২০২৫ শুক্রবার এলিমিনেটর ম্যাচ। আইপিএল ২০২৫ -এর ফাইনাল ৩ জুন ২০২৫, রবিবার। বিশেষভাবে উল্লেখ্য যে, বোর্ড প্লে-অফের ম্যাচগুলির ভেনু এখনও প্রকাশ করেনি। কেবল গ্রুপ পর্বের ম্যাচগুলির ভেনু প্রকাশ করেছে। একইসঙ্গে ফাইনাল, এলিমিনেটর, প্রথম কোয়ালিফায়ার ও দ্বিতীয় কোয়ালিফায়ারের দিন ঘোষণা করেছে।
ছবি : সংগৃহীত
আরও পড়ুন : Virat Kohli retirement from Test cricket : টেস্ট ক্রিকেট থেকে ‘বিরাট’ অধ্যায় থামল
