Sasraya News

Thursday, February 13, 2025

IPL 2024 : IPL এর কাউন্ট ডাউন শুরু, ২২ মার্চ প্রথম ম্যাচ

Listen

সাশ্রয় নিউজ ★ কলকাতা : দেশের মাটিতে বিশ্বকাপের পরেই IPL দামামা বেজে গিয়েছিল। এবার শুরু হল কাউন্ট ডাউন। ২২ মার্চ, ২০২৪ আইপিএল-এর উদ্বোধনী ম্যাচ। প্রথম ম্যাচেই চমক ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (Indian Premier League)  কর্তৃপক্ষের। তাঁদের প্রকাশিত আইপিএল-এর আংশিক সূচী অনুযায়ী, এম এস ধোনীর চেন্নাই সুপার কিংস বা CSK খেলবে রয়্যাল চ্যালেঞ্জের্স ব্যাঙ্গালোরের (RCB) সঙ্গে দ্বিতীয় ম্যাচ মোহালিতে দিল্লি ক্যাপিটালস বনাম পাঞ্জাব কিংস। ওই দিনই সন্ধেবেলা মুখোমুখি হবে কলকাতা নাইট রাইডারস (KKR) ও হায়দ্রাবাদ। এবার আইপিএল-এ গুজরাট টাইটান্সের ক্যাপ্টেন শুভমন গিল হার্দিক পাণ্ডিয়ার মুম্বাইয়ের বিরুদ্ধে ক্যাপ্টেন্সিতে অভিষেক ম্যাচ খেলবেন। আইপিএল কর্তৃপক্ষ ৭ এপ্রিল পর্যন্ত ম্যাচ সূচী ঘোষণা করেছেন। সূত্রের খবর যে, দেশে সাধারণ নির্বাচনের জন্যই এই সূচী! তবে নির্বাচনের নির্ঘন্ট প্রকাশ হলেই পূর্ণসূচী সামনে আসবে বলেও উল্লেখ।

ছবি : সংগৃহীত 

আরও খবর : Virat-Anuska : বিরাট-অনুষ্কার কোলে নবজাতক আসায় তাঁদের শুভেচ্ছায় ভাসালেন নেটবাসীরা

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment