Sasraya News

Saturday, February 8, 2025

IPL 2024 : পাঞ্জাব রাজস্থান ম্যাচ

Listen

সাশ্রয় নিউজ ডেস্ক ★ কলকাতা : IPL 2024 -এ প্লে-অফে খেলার যোগ্যতা অর্জন করেছে কলকাতা নাইট রাইডারস। আজ বুধবার পাঞ্জাব খেলবে রাজস্থান রয়্যালসের সঙ্গে। মঙ্গলবার লখনউ দিল্লি ম্যাচে লখনউ পরাজিত হয়। তারপরই সঞ্জু স্যামসনদের প্লে-অফে যাওয়া পাকা হয়ে যায়। রাজস্থানের পয়েন্ট এই মুহূর্তে ১৬। ক্রিকেট বিশেষজ্ঞদের মতে, বুধবারের ম্যাচে যদি রাজস্থান পাঞ্জাবকে পরাজিত করে তবে রাজস্থান প্রথম দুইয়ে শেষ করা পাকা হয়ে যাবে। তবে এখনও দু’টি দল, যথাক্রমে চেন্নাই সুপার কিংস ও হায়দ্রাবাদ পয়েন্ট ১৬ এর দৌড়ে আছে। ছবি : সংগৃহীত 

আরও খবর : Kanthi political clash : রাজনৈতিক হিংসায় কানকাটা গেল বিজেপি কর্মীর

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment