Sasraya News

IPL 2023 : আইপিএল-এ ফিরছেন স্টিভ স্মিথ, কোন দলে তা নিয়ে জল্পনা

Listen

আইপিএল-এ ফিরছেন স্টিভ স্মিথ, কোন দলে তা নিয়ে জল্পনা

সাশ্রয় নিউজ ★ কলকাতা : স্টিভ স্মিথ ২০২১ আইপিএল-এ দিল্লি ক্যাপিটালস দলে ছিলেন। কিন্তু অতিরিক্ত সদস্য হিসেবে। তিনি ২০২২-এ অবিক্রিত ছিলেন। আসন্ন আইপিএল-এ স্মিথ নিলামেই অংশ নেননি। একটি ভিডিও বার্তায় স্মিথ জানান, ‘নমস্কার ভারত। তোমাদের জন্য একটা ভালো বার্তা আছে। আমি আইপিএল-এ যোগ দিতে চলেছি। ভারতে একটা দুর্দান্ত দলের অংশ হতে চলেছি।’ তবে ক্রিকেট জগতের অন্যতম সেরা এই ক্রিকেটার কোন দলের হয়ে খেলবেন তা স্পষ্ট নয়। আইপিএল-এ স্মিথ সবচেয়ে বেশি রাজস্থান রয়ালসের হয়ে খেললেও গত ২০২০ আইপিএল-এ রাজস্থান রয়ালস তাঁকে দল থেকে ছেড়ে দেন।

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

Also Read