Sasraya News

IPL : লখনউয়ে রোড় শো করলেন রাহুলরা

Listen

লখনউয়ে রোড় শো করলেন রাহুলরা

সাশ্রয় নিউজ ★ লখনউ : গত মরশুমের তিন নম্বরে আইপিএল শেষ করেছিল লখনউ সুপার জায়ান্টস। ২০২৩ আইপিএল ঘরের মাঠে খেলবেন লোকেশ রাহুলরা। ১ এপ্রিল ২০২৩ দিল্লি ক্যাপিটালসের সঙ্গে তাঁদের প্রথম ম্যাচ। লখনউ শহরে জনসমর্থন বৃদ্ধি করার জন্য প্রথম ম্যাচ-এর আগে রোড শো করলেন লোকেশরা। ২৬ মার্চ তাঁরা রোড শো করেন রুমি দরওয়াজা থেকে আম্বেদকর পর্যন্ত। বাইক নিয়ে সমর্থকেরাও নিজেদের দলকে সঙ্গত দিয়েছেন। অধিনায়ক লোকেশ রাহুল লখনউবাসীকে জানান, এবছর তাঁর দল লখনউওকে আইপিএল তুলে দেবেন।

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

Also Read