Sasraya News

Thursday, February 13, 2025

Interview : রাতের পর রাত জেগে রাস্তায় বসে ছবি আঁকতাম 

Listen

এ শহরে গুণী শিল্পীর অভাব নেই। আর এমনই একজন প্রতিভাবান থিম শিল্পী হিসেবে কলকাতার বুকে নাম করেছেন পাপাই সাঁতরা (Papai Santra)। ইন্ডিয়ান আর্ট কলেজ থেকে পাশ করা এই যুবক গত আট বছর ধরেই দুর্গাপুজোর থিম শিল্পী। তাঁর বিষয়ভাবনার বৈচিত্র্য পুজো উদ্যোক্তা থেকে শুরু করে দর্শনার্থী, সবাইকে তাক লাগিয়ে দেয়। পাপাই সাঁতরার মুখোমুখি : পিনাকী চৌধুরী।

 

 

 

 

প্রশ্ন : ১০ টা ৫ টার চাকরির নিশ্চয়তা ছেড়ে এইরকম ঝুঁকিপূর্ণ লাইনে কেন এসেছেন?
পাপাই সাঁতরা : আমিও ‌‌‌একটা সময় চাকরি করতাম। কিন্তু কাঁধে অনেক দায়িত্ব। দম বন্ধ হয়ে আসত। কিন্তু চাকরি ছাড়তে পারতাম না। তারপর নিজেকেই নিজে প্রশ্ন করতাম, আর্ট কলেজ থেকে পাশ করে কি আমি শুধুই চাকরি করব? রাতের পর রাত জেগে রাস্তায় বসে ছবি আঁকতাম কী এইজন্যই? অতঃপর চাকরি ছাড়তে বাধ্য হলাম। নিজের স্বপ্ন, শিল্পের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আমি আজ থিম শিল্পী।

প্রশ্ন : গত আট বছরে মোট ক’টা পুজোর থিম আপনি করেছেন? তার ভেতর নামকরা কোন কোন পুজো আছে?
পাপাই সাঁতরা : গত আট বছরে আমি ১৪ টি পুজোর থিম করেছি, যার মধ্যে রয়েছে সন্তোষপুর অ্যাভিনিউ সাউথ, কাঁকুরগাছি যুবকবৃন্দের মতো সব পুজো।

প্রশ্ন : থিমের ক্ষেত্রে কোন কোন বিষয়গুলোকে আপনি প্রাধান্য দেন?

পাপাই সাঁতরা : আমি মূলত সমাজ সচেতন মূলক, অথবা প্রতিবাদ মূলক কিম্বা শিক্ষা মূলক থিম করে থাকি।

প্রশ্ন : ইদানিং অনেকেই থিম শিল্পের সঙ্গে জড়িত। প্রতিযোগিতা কতটা শক্ত বলে মনে হয় আপনার?

পাপাই সাঁতরা : আসল প্রতিযোগিতা আমার নিজের সঙ্গে নিজের! আরও ভাল কিছু কাজ কীভাবে করব, সেটাতেই আমার ফোকাস। এই মুহূর্তে কলকাতায় অনেক কৃতী ও প্রতিভাবান থিম শিল্পী রয়েছেন, তাঁদের কাজ দেখেও আমি শেখার চেষ্টা করি!

প্রশ্ন : থিম পুজোর দাপটে দেবী দুর্গার সুন্দর সেই সাবেকী রূপটি হারিয়ে যেতে বসেছে? কী বলবেন?

পাপাই সাঁতরা : পরিবর্তন সংসারের স্বাভাবিক নিয়ম। মা দুর্গার পুজো আগেও হতো, এখনও হয়, আগামী দিনেও হবে। তবে দেবীর প্রতি শ্রদ্ধা ও আবেগ কিন্তু সেই একই রয়েছে। সময়ের সাথে সাথেই আমাদের এগিয়ে যেতে হবে!

প্রশ্ন : থিমের সঙ্গে শৈল্পিক ভাবনা কতটা ওতোপ্রোতভাবে জড়িত?

পাপাই সাঁতরা : ঠিক যেমন মৌমাছির সঙ্গে মৌচাকের বন্ধন।

প্রশ্ন : এই যে এতদিন ধরে নাওয়া খাওয়া ভুলে শিল্পের উৎকর্ষ সাধনের জন্য মণ্ডপে পড়ে থাকেন, তারপর পুজো শেষ হলে যখন বিসর্জনের বাজনা বেজে ওঠে, তখন খারাপ লাগে না? সেই অনুভূতি কেমন হয়?

পাপাই সাঁতরা : আগে বিজয়া দশমী এলেই মনটা খারাপ হয়ে যেত। কিন্তু এখন মেনে নিয়েছি। পরের বছরের জন্য প্রস্তুতি শুরু করি!

প্রশ্ন : এই বছর কোন কোন পুজোর থিম করছেন?
পাপাই সাঁতরা : এইবছর দর্পনারায়ণ ঠাকুর স্ট্রিট এবং কাঁকুড়গাছি যুবকবৃন্দের পুজোর থিম করছি।

-দুর্গাপ্রতিমার ছবি আন্তর্জালিক 

 

আরও পড়ুন : Durga Puja : দুর্গোৎসব ও তার তাৎপর্য

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment