Sasraya News

Wednesday, June 18, 2025

International Museum Day : ১৮ মে : আন্তর্জাতিক জাদুঘর দিবস

Listen

অভিজিৎ দত্ত : ১৮ মে সারা বিশ্বে আন্তর্জাতিক জাদুঘর দিবস (International Museum Day) হিসেবে পালন করা হয়। এই দিনটিতে জাদুঘরের গুরুত্ব, শিক্ষা-সংস্কৃতির ক্ষেত্রে তার ভূমিকা প্রভৃতি তুলে ধরা হয়।

ঐতিহ্য সম্পর্কে মানুষকে সচেতন করা ও ঐতিহ্যকে রক্ষা করা যে আমাদের সকলের কর্তব্য সে সম্পর্কে জাদুঘরের একটি মূল্যবান ভূমিকা রয়েছে। কবিগুরু বলেছিলেন, ‘হে অনাদি অতীত কথা কও।’ জাদুঘরে গেলে আমাদের সেই সুযোগটা মেলে।

১৯৭৭ সাল থেকে প্রতিবছর আন্তর্জাতিক জাদুঘর দিবস পালন করা হচ্ছে।ইন্টারন্যাশনাল কাউন্সিল অফ মিউজিয়াম, ১৮ মে দিনটিকে আন্তর্জাতিক জাদুঘর দিবস প্রবর্তন করে।জাদুঘরে নিরাপদে রাখা বস্তু বা সামগ্রী থেকে জনসাধারণ জ্ঞান আরোহণ করুক এবং তাদের ঐতিহ্য সম্পর্কে সচেতন হোক-এই উদ্দেশ্যেই দিনটি পালন করা হয়।প্রত্যেক বছর জাদুঘরের একটি থিম থাকে। এবছরের থিম, ‘The Future of Museums in Rapidly Changing Communities.’

ভারতীয় জাদুঘর, কলকাতা। ছবি : সংগৃহীত।

এই দিনে সমাজের উন্নয়নে জাদুঘরের গুরুত্ব ও ভূমিকা সম্পর্কে জনগণ অনেক তথ্য জানতে পারেন ও সচেতন হন। এই দিনটিতে অনেক জায়গাই সভা, সেমিনারের আয়োজন করা হয় ও মত বিনিময় করার সুযোগ পাওয় যায়।এছাড়াও এই দিনটিতে জাদুঘরের সঙ্গে যুক্ত ব্যক্তিদের সঙ্গে আলাপ-আলোচনার করার সুযোগ করে দেওয়া হয়। প্রসঙ্গত, জাদুঘর অনেক প্রকারের হয়। মনে রাখতে হবে, সমাজে জাদুঘরের গুরুত্বও অপরিসীম। জাদুঘর অতীতের সঙ্গে বর্তমানের সংযোগ ঘটায়। ঐতিহ্য সম্পর্কে মানুষকে সচেতন করা ও ঐতিহ্যকে রক্ষা করা যে আমাদের সকলের কর্তব্য সে সম্পর্কে জাদুঘরের একটি মূল্যবান ভূমিকা রয়েছে। কবিগুরু বলেছিলেন, ‘হে অনাদি অতীত কথা কও।’ জাদুঘরে গেলে আমাদের সেই সুযোগটা মেলে। কাজেই সমাজের উন্নয়নে জাদুঘরের গুরুত্ব সম্পর্কে জনগণ যত সচেতন হবে আমাদের সকলের পক্ষেই ততই মঙ্গল হবে।

ছবি : সংগৃহীত ও প্রতীকী 
আরও পড়ুন : Sasraya News Sunday’s Literature Special | 18th May 2025| Sunday, Issue 65| সাশ্রয় নিউজ রবিবারের সাহিত্য স্পেশাল | ১৮ মে ২০২৫, রবিবার | সংখ্যা ৬৫

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment