Sasraya News

Thursday, February 13, 2025

Instagram Reel : স্ত্রী ইন্সটাগ্রাম রিলে আসক্ত, গলায় ফাঁস যুককের

Listen

সাশ্রয় নিউজ ★ কর্ণাটক : কর্ণাটকে হনুরুতে আত্মহত্যা যুকবের। বৃহস্পতিবার ঝুলন্ত দেহ উদ্ধার। একটি গাছ থেকে স্থানীয়রা দেহ উদ্ধার করেন। মৃতের নাম, কুমার (৩৪)। পেশায় কুলি ছিলেন তিনি। স্ত্রী ইন্সটাগ্রামে রিল (Instagram Reel) বানানো নিয়ে দু’জনের ভেতর প্রায়ই বচসা হত। তা-ও তাঁর স্ত্রী রিল বানাতেন বলে স্থানীয় সূত্রে খবর। পুলিশ সূত্রে জানা যায়, ইনস্টাগ্রামে রিল বানানো নিয়ে দু’জনের ভেতর ঝগড়া চরমে পৌঁছয়। এবং মানসিক কষ্টে কুমার গাছে ঝুলে আত্মহত্যা করে, এমনই পুলিশের প্রাথমিক অনুমান একই রকমই। পুলিশ এ-ও জানায় যে, কোনও সুইসাইড নোট পাওয়া যায়নি। দেহ পোস্ট মর্টেমে গিয়েছে। ঘটনার গুরুত্বের সঙ্গে তদন্ত শুরু হয়েছে বলে পুলিশ সূত্রে উল্লেখ। স্থানীয় মানুষের বক্তব্য, ‘সমাজমাধ্যমে রিল বানানো সামাজিক রোগে পরিণত হয়েছে। এবং এই সমাজ মাধ্যমের জন্য সংসার ভাঙছে, আত্মহত্যার মতন চরম সিদ্ধান্ত নিতেও পিছু হটছেন না যুবক-যুবতীরা। একই কারণে প্রাণ গেল তরতাজা যুবক কুমারের।’ 

ছবি : প্রতীকী 

আরও খবর : Idrish Ali Passed Away : প্রয়াত তৃণমূল বিধায়ক ইদ্রিস আলি

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment