Sasraya News

Friday, March 28, 2025

Indian Cricket : নতুন অধিনায়কের খোঁজে বোর্ড

Listen

নতুন অধিনায়কের খোঁজে বোর্ড

সাশ্রয় নিউজ ★ কলকাতা : এই বিশ্বকাপের উত্তেজনায় যখন সকলে কাঁপছেন, তখন নতুন ক্যাপ্টেন খুঁছছে ভারতীয় দল। ভার‍তের সেমিফাইনাল-এর পর অওজিদের বিরুদ্ধে সিরিজের জন্য দল ঘোষণা করবে ভারতীয় বোর্ড। ২৩ নভেম্বর থেকে অজিদের বিরুদ্ধে ভারতের দ্বিপাক্ষিক সিরিজ। সেই সিরিজের জন্য নতুন অধিনায়ক খুঁজছে ভারতীয় ক্রিকেট বোর্ড। রোহিত ও কোহলিরা দেশের হয়ে এখন টি-টোয়েন্টি ক্রিকেট খেলেন না। বিশ্বকাপে চোট পেয়েছেন হার্দিক পাণ্ডিয়া। হার্দিকই সাধারণত দেশকে টি-টোয়েন্টিতে নেতৃত্ব দেন। চোটের জন্য দল এবার হার্দিককে পাবে না। সুতরাং অজিদের বিরুদ্ধে দ্বিপাক্ষিক সিরিজে দলকে কে নেতৃত্ব দেন, সেদিকেই চেয়ে সকলে!

-ফাইল চিত্র 

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment