



রাহুল ও সূর্যের তেজে উড়লো সাউথ আফ্রিকা
সাশ্রয় নিউজ : গ্রীনফিল্ড ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে ভারত সাউথ আফ্রিকা ম্যাচে ১০8 রানের লক্ষ্যে ভারত ব্যাট করতে নামে। কে এল রাহুল ও সূর্যকুমার যাদব অনবদ্য ব্যাটিংয়ের ফলে ম্যাচ জিতল ভারত। ১৬.৪ বলে ভারত দুই উইকেট হারিয়ে ১১০ রান করে।
ভারত ব্যাট করতে নামলে চেপে ধরে কাগিস্ক রাবাডা। প্রথম ওভার মেডেন নেন কাবাডা। কাবাডার বলে রোহিত শর্মা ক্যাচ তুলে দেন ডি’কককে । বোলিং সহায়ক
পিচে দক্ষিণ আফ্রিকার বোলাররা আক্রমণাত্মক হয়ে ওঠে প্রথম আর্ধে। দক্ষিণ আফ্রিকার বোলিং, ফিল্ডিংয়ের কাছে নত ভারতীয় ব্যাটসম্যানরাও। নর্টের বলে ক্যাচ তুলে দেন বিরাট কোহলি। ডি’কক ক্যাচ নিয়ে প্যাভিলিয়নে পাঠান কোহলিকে। কোহলি মাত্র ৯ বলে ৩ রান করেন।
ম্যাচের নাটকীয় পটপরিবর্তন করে আজকের ম্যাচের নায়ক সূর্যকুমার যাদব ও কে এল রাহুল। সূর্যকুমার 33 বল খেলে অনবদ্য 50 রান করেন। রাহুল 56 বল খেলে দুরন্ত 51 করে ভারতের জয় এনেদেন।
