



সাশ্রয় নিউজ ★ রাজকোট : ভারত ও ইংল্যান্ড (India vs England) তৃতীয় টেস্টে ভারত ৪৪৫ রানে ইনিংস ঘোষণা করে। তার ভতর রোহিত ১৩১ রান, রবীন্দ্র জাডেজার ১১২ রান, সরফরাজ খান-এর ৬২ এবং ধ্রুবর ৫৬ রান উল্লেখযোগ্য। ইংল্যান্ডের বোলার মার্ক উড (Mark Wood) ১১৪ রান দিয়ে চার উইকেট তুলে নেন। অন্যদিকে, ইংল্যান্ড ৪৪৫ রানের লক্ষ্য নিয়ে ব্যাট হাতে ক্রিজে নামেন। টেস্টে শতরান করলেন ইংল্যান্ডের ব্যাটার বেন ডাকেট (Ben Duckett)। তাঁর এই সেঞ্চুরি ইংল্যান্ড দলের কাছে বাড়তি অক্সিজেন বলে মত ক্রিকেট বিশেষজ্ঞদের। -সংগৃহীত ছবি
আরও খবর : Russia : জেলেই মৃত্যু রাশিয়ার বিরোধী দলনেতা আলেক্সি নাভানলির
