Sasraya News

India vs England 2nd Test, Yashasvi Jaiswal | এজবাস্টনে অল্পের জন্য সেঞ্চুরি মিস যশস্বীর তবে দ্বিতীয় ইনিংসে নজির গড়ার হাতছানি

Listen

পারিজাত গঙ্গোপাধ্যায় ✪ সাশ্রয় নিউজ, এজবাস্টন : ভারত-ইংল্যান্ড (India vs England) দ্বিতীয় টেস্টে যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal) আরও একবার প্রমাণ করলেন, ইংল্যান্ডের (England) বিরুদ্ধে ব্যাট হাতে তিনি আলাদা ছন্দ খুঁজে পান। তবে এজবাস্টনে প্রথম ইনিংসে তাঁর ব্যাট থেকে এলো না কাঙ্ক্ষিত শতরান। ৮৭ রানে থেমে যেতে হল এই বাঁহাতি ওপেনারকে। সেঞ্চুরি হাতছাড়া হলেও, দ্বিতীয় ইনিংসেই তিনি গড়তে পারেন বড় রেকর্ড। কারণ, মাত্র ১০ রান দূরে রয়েছেন টেস্ট ক্রিকেটে ২০০০ রানের মাইলফলক থেকে। যদি তা করেন, তবে রাহুল দ্রাবিড় (Rahul Dravid) ও বীরেন্দ্র সেওয়াগকে (Virender Sehwag) পিছনে ফেলে নতুন ইতিহাস গড়বেন যশস্বী। প্রথম ইনিংসে যেভাবে শুরু করেছিলেন যশস্বী, তাতে মনে হচ্ছিল সেঞ্চুরি পাওয়া শুধু সময়ের অপেক্ষা। প্রায় ৯০ স্ট্রাইকরেটে তিনি ব্যাট করছিলেন। অন্যদিকে, অধিনায়ক শুভমন গিল (Shubman Gill) ছিলেন ধীরস্থির ভঙ্গিতে। ক্রিজে যশস্বীর আত্মবিশ্বাস ছিল চোখে পড়ার মতো। কিন্তু ম্যাচে উত্তেজনা তৈরি করেন ইংল্যান্ডের অধিনায়ক বেন স্টোকস (Ben Stokes)। তাঁর স্লেজিংয়ের মাধ্যমে মানসিক চাপ তৈরি করার চেষ্টা চলে যশস্বীর উপর। শেষ পর্যন্ত সেই স্টোকসের বলেই কট বিহাইন্ড হয়ে ফিরে যেতে হয় যশস্বীকে।

তাঁর এই ইনিংস নিয়ে ক্রিকেটমহলে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। প্রাক্তন ক্রিকেটার আকাশ চোপড়া (Aakash Chopra) বলেন, “যশস্বীর ব্যাটিং দেখলে বোঝা যায়, ও কতটা আত্মবিশ্বাসী। অল্পের জন্য সেঞ্চুরি মিস হলেও, পরের ইনিংসে সে আবারও বড় রান করবে, এই বিশ্বাস রাখতে হবে।” অন্যদিকে, ক্রিকেট বিশ্লেষক সঞ্জয় মঞ্জরেকর (Sanjay Manjrekar) মনে করছেন, “যশস্বী এমন একজন ব্যাটার, যে প্রথম ২০ রান টপকে গেলে বড় ইনিংস খেলে। আজও সেটা হচ্ছিল। কিন্তু স্টোকস ওকে দারুণভাবে আউট করল।”

উল্লেখ্য যে, ইংল্যান্ডের বিরুদ্ধে যশস্বীর রেকর্ড যথেষ্ট ঈর্ষণীয়। ভারতের মাটিতে আগের সিরিজে ৭০০-এর বেশি রান করেছিলেন, যা কোনও ভারতীয় ব্যাটারের ক্ষেত্রে প্রথম। ইংল্যান্ডের মাটিতেও তিনি একই ছন্দে আছেন। লিডস টেস্টের প্রথম ইনিংসে করেছিলেন সেঞ্চুরি। যদিও সেই ম্যাচের দ্বিতীয় ইনিংসে বড় রান পাননি। এবার এজবাস্টনেও প্রথম ইনিংসে হাতছাড়া হল সেঞ্চুরি। তবে সামনেই আছে দ্বিতীয় ইনিংস। সেখানে যদি তিনি ১০ রান করতে পারেন, তবে ২০০০ রানের ক্লাবে ঢুকে যাবেন মাত্র ৩৯তম ইনিংসে। দ্রাবিড় এবং সেওয়াগের সেই রেকর্ড ছিল ৪০ ইনিংসের। অর্থাৎ, এক ইনিংস কমে এই নজির গড়তে পারেন যশস্বী। অন্যদিকে, যশস্বীর পারফরম্যান্স নিয়ে দলের ভেতরেও চর্চা চলছে। ভারতীয় কোচ রাহুল দ্রাবিড় (Rahul Dravid) সংবাদমাধ্যমে বলেছেন, “যশস্বী খুব ভাল খেলছে। ওর মধ্যে বড় ইনিংস খেলার ক্ষমতা রয়েছে। ছোট ছোট ভুল শুধরে নিলেই ও অনেক দিন ভারতের ওপেনার হিসেবে খেলবে।” এদিকে, অধিনায়ক শুভমন গিলও বলেছেন, “যশস্বীর মতো পার্টনার পেলে আমার কাজ অনেক সহজ হয়ে যায়। ওর উপর পূর্ণ ভরসা আছে আমার।” তবে দ্বিতীয় ইনিংসে যশস্বী কেমন ব্যাটিং করেন, সেদিকে তাকিয়ে আছে গোটা দল। কারণ, এই মুহূর্তে সিরিজে সমতা ফেরানোর লড়াইয়ে ভারত। প্রথম টেস্টে জেতার পর দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসেও ইংল্যান্ডের বিরুদ্ধে ভাল জায়গায় রয়েছে টিম ইন্ডিয়া। তবে বড় রানের ইনিংস খেলতে পারলে ম্যাচের লাগাম পুরোপুরি চলে আসবে ভারতের হাতে।

ছবি: সংগৃহীত
আরও পড়ুন : India vs England 2nd Test, Shubman Gill | শুভমনের টানা সেঞ্চুরিতে ভারতীয় শিবিরে নতুন ভরসা

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

Also Read