



পারিজাত গঙ্গোপাধ্যায়, সাশ্রয় নিউজ ✪ এজবাস্টন: ভারতের টেস্ট ক্রিকেটে নতুন এক অধ্যায় শুরু হয়েছে। লিডসের পর এজবাস্টনেও ব্যাট হাতে ঝলসে উঠলেন ভারতের নতুন টেস্ট অধিনায়ক শুভমন গিল (Shubman Gill)। ইংল্যান্ডের (England) বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম দিনেই অধিনায়কোচিত ইনিংস খেললেন তিনি। দিনের শেষে অপরাজিত ১১৪ রানে ব্যাট করছেন এই ডানহাতি ব্যাটার। রবীন্দ্র জাডেজাও (Ravindra Jadeja) ক্রিজে রয়েছেন ৪১ রানে অপরাজিত।
সিরিজের প্রথম টেস্টে হারের ধাক্কা সামলাতে দ্বিতীয় টেস্টে একাদশে বেশ কিছু পরিবর্তন আনতে হয়েছে ভারতকে। জসপ্রীত বুমরা (Jasprit Bumrah) বিশ্রামে, তাঁর জায়গায় সুযোগ পেয়েছেন আকাশদীপ (Akashdeep)। বাদ পড়েছেন সাই সুদর্শন (Sai Sudharsan)। পরিবর্তে ব্যাটিং অর্ডারে জায়গা করে নিয়েছেন করুণ নায়ার (Karun Nair)। আর এক পরিবর্তন অলরাউন্ডার পজিশনে। শার্দূল ঠাকুর (Shardul Thakur) বাদ পড়েছেন, সুযোগ পেয়েছেন নীতীশ কুমার রেড্ডি (Nitish Kumar Reddy)। প্রসঙ্গত, এজবাস্টনের মাঠে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ইংল্যান্ডের অধিনায়ক বেন স্টোকস (Ben Stokes)। ভারতের ওপেনিংয়ে যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal) শুরু থেকেই আক্রমণাত্মক ভঙ্গিতে ব্যাট করতে থাকেন। অন্যদিকে, লোকেশ রাহুল (KL Rahul) ছিলেন সতর্ক, কিন্তু বেশিক্ষণ টিকতে পারেননি। করুণ নায়ার তিন নম্বরে নেমে যশস্বীর সঙ্গে ৮০ রানের জুটি গড়লেও, তিনি আউট হয়ে ফিরলে ভারত কিছুটা চাপে পড়ে। ঠিক তখনই ব্যাট হাতে নামেন ক্যাপ্টেন শুভমন গিল।প্রথম ম্যাচের মতো এদিনও গিলের ব্যাটিংয়ে ছিল আত্মবিশ্বাস আর দাপট। যশস্বী জয়সওয়াল ৮৭ রানে ফিরলে ভারতীয় শিবিরে খানিকটা অস্বস্তি তৈরি হয়েছিল। তবে অধিনায়কের দৃঢ়তা সেই অস্বস্তিকে দূরে সরিয়ে দেয়। ঋষভ পন্থ (Rishabh Pant) ও নীতীশ কুমার রেড্ডি বড় ইনিংস খেলতে না পারলেও, শুভমন ও রবীন্দ্র জাডেজা মিলে ভারতের স্কোরকে শক্ত ভিতের ওপর দাঁড় করান। দিনের শেষে ভারতের রান ৫ উইকেটে ৩১০। ম্যাচের পর একটি সাংবাদিক সম্মেলনে শুভমন গিল বলেন, “সিরিজ শুরুর আগে বলেছিলাম, আমি চাই ভারতের সেরা ব্যাটার হতে। সেই লক্ষ্যেই এগোচ্ছি। তবে আমার সেঞ্চুরির থেকেও দলের রান এবং ম্যাচের ফলই বেশি গুরুত্বপূর্ণ।” (Shubman Gill)। ক্রিকেটমহল মনে করছে, টানা দু’টি টেস্টে সেঞ্চুরি করে দলকে মানসিকভাবে চাঙ্গা করে দিয়েছেন এই তরুণ টেস্ট অধিনায়ক। অন্যদিকে, ইংল্যান্ডের বোলাররা প্রথম সেশনে কিছুটা চাপে ফেললেও, দ্বিতীয় ও তৃতীয় সেশনে ভারতীয় ব্যাটাররা ম্যাচের রাশ নিজেদের হাতে তুলে নেন। বিশেষ করে শুভমনের সংযত আগ্রাসন ও জাডেজার (Ravindra Jadeja) স্থিরতা দলের আত্মবিশ্বাস অনেকটাই বাড়িয়ে দিয়েছে। প্রাক্তন ক্রিকেটার আকাশ চোপড়া (Aakash Chopra) বলেন, “শুভমন গিল এখন শুধু ভাল ব্যাটার নয়, ক্যাপ্টেন হিসেবেও পরিণত হচ্ছে। টানা দুই টেস্টে সেঞ্চুরি খুব সহজ ব্যাপার নয়।”
সিরিজে সমতা ফেরাতে এই ম্যাচ জেতা ভারতের কাছে অত্যন্ত জরুরি। প্রথম ইনিংসে বড় রান তোলাই এখন লক্ষ্য। দিনশেষে ক্রিকেট বিশ্লেষকদের মতে, এজবাস্টনের পিচে ৪০০-৪৫০ রান তোলাই যথেষ্ট হবে ইংল্যান্ডকে চাপে ফেলতে। তবে দ্বিতীয় দিনের শুরুতেই দ্রুত উইকেট না হারানোই হবে শুভমনদের কাছে মূল চ্যালেঞ্জ।শুভমন ক্যাপ্টেন হিসেবে টানা দ্বিতীয় ম্যাচে সেঞ্চুরি করে প্রমাণ করলেন, ভারতের ব্যাটিং লাইন আপে তিনিই আপাতত আসল ভরসা। এজবাস্টনের প্রথম দিনের খেলা শেষ হওয়ার পর ভারতের ভক্তদের চোখে এখন একটাই স্বপ্ন শুভমন গিলের নেতৃত্বে জয়।
ছবি: সংগৃহীত
আরও পড়ুন : Travelog : Nahargarh Fort, Rajasthan | রাজপ্রাসাদের ছায়ায় নাহারগড়, জমকালো ঐতিহ্যের ব্যঞ্জনা
