Sasraya News

India Bangladesh Cricket | বাংলাদেশ সফরে যাচ্ছে না ভারত

Listen

সাশ্রয় নিউজ ✪ নতুন দিল্লি : ভারতীয় ক্রিকেট দল (Indian Cricket Team) আগস্টে বাংলাদেশ সফরে যাচ্ছে না। এ খবর ক্রমেই নিশ্চিত হয়ে উঠছে। যদিও আনুষ্ঠানিক ঘোষণা এখনও আসেনি, বিশ্বস্ত সূত্র মারফত জানা গিয়েছে, ইতিমধ্যেই এই বিষয়ে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (BCCI)। খুব শীঘ্রই এটি সংবাদ মাধ্যমে জানানো হবে বলে খবর। এর ফলে বাংলাদেশের (Bangladesh) মাটিতে রোহিত শর্মা (Rohit Sharma) ও বিরাট কোহলি (Virat Kohli)-কে জাতীয় দলের জার্সিতে দেখার অপেক্ষা আরও দীর্ঘ হল।

একটি বহুল প্রচারিত মিডিয়া একটি প্রতিবেদনে জানিয়েছে, ১৭ থেকে ৩১ আগস্ট পর্যন্ত বাংলাদেশ সফরে ভারতকে তিনটি একদিনের ম্যাচ ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে দেখা যেত। সফরটি বহু প্রতীক্ষিত ছিল, কারণ কোহলি ও রোহিতের আন্তর্জাতিক ক্রিকেট জীবনের শেষ অধ্যায় নিয়ে আগ্রহ তুঙ্গে। কিন্তু এবার সেই সফর স্থগিত হতে চলেছে বলেই সূত্রের খবর।

রাজনৈতিক অস্থিরতা ও সুরক্ষা নিয়ে চিন্তা
এই সিদ্ধান্তের পেছনে মূল কারণ হিসেবে উঠে এসেছে বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতা। শেখ হাসিনা (Sheikh Hasina) সরকারের পতনের পর থেকেই দুই দেশের কূটনৈতিক সম্পর্ক টানাপোড়েনের মধ্যে দিয়ে যাচ্ছে। ভারতীয় বোর্ডের এক কর্তার কথায়, “ক্রিকেটারদের নিরাপত্তা নিয়ে কোনও ঝুঁকি নেওয়া যাবে না। বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশ সফর নিরাপদ মনে হয়নি।”
যদিও এখনও সিরিজ পুরোপুরি বাতিল হয়নি, আপাতত এটি স্থগিত করা হচ্ছে। ভারত ও বাংলাদেশের ক্রিকেট বোর্ড যৌথ বিবৃতি দিয়ে খুব শীঘ্রই বিষয়টি জানাতে পারে। পরবর্তীতে পরিস্থিতি স্বাভাবিক হলে এই সিরিজ পুনরায় আয়োজন করা হতে পারে বলেও সূত্র জানিয়েছে।

যদি এমন হয়, রোহিত-কোহলি দেখার অপেক্ষা বাড়ল তাঁর সমর্থকদের। বিগত এক বছরে ভারতীয় ক্রিকেটে বড় পরিবর্তন এসেছে। গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার পর থেকেই বিরাট কোহলি ও রোহিত শর্মা ছোট ফরম্যাট থেকে অবসর নিয়েছেন। এরপর আইপিএলের সময় টেস্ট ক্রিকেট থেকেও তাঁরা সরে দাঁড়িয়েছেন। বর্তমানে তাঁরা কেবলমাত্র এক দিনের আন্তর্জাতিক ক্রিকেটেই অংশ নেন। বাংলাদেশ সফরে গেলে আগস্টের শেষভাগে তাঁদের মাঠে দেখা যেত। কিন্তু যদি সফর বাতিল বা স্থগিত হয়ে যায় ভারতীয় সমর্থকদের সেই সুযোগ হারাবে। সামনে ভারতের এক দিনের সিরিজ রয়েছে ১৯ অক্টোবর থেকে অস্ট্রেলিয়ার (Australia) বিরুদ্ধে। অর্থাৎ প্রায় সাড়ে তিন মাস দেশের হয়ে রোহিত ও কোহলিকে দেখতে অপেক্ষা করতে হবে।

এদিকে সেপ্টেম্বরে অনুষ্ঠিত হতে চলেছে এশিয়া কাপ (Asia Cup)। এই টুর্নামেন্টে ভারত ও বাংলাদেশ মুখোমুখি হবে বলেই আশা করা যাচ্ছে। তবে সমস্যা একটাই, এই টুর্নামেন্ট হবে টি-টোয়েন্টি ফরম্যাটে, অর্থাৎ তাতে রোহিত ও কোহলি অংশ নেবেন না। ফলে তাঁদের খেলা দেখতে আগ্রহী ক্রিকেটপ্রেমীদের জন্য সেই ম্যাচেও হতাশার আশঙ্কা থেকেই যাচ্ছে।

অন্যদিকে, ভারত-বাংলাদেশ ম্যাচ মানেই উপমহাদেশীয় ক্রিকেটের উত্তেজনা তুঙ্গে ওঠে। মাঠে একে অপরের বিরুদ্ধে লড়াই মানেই রোমাঞ্চকর মুহূর্তের জন্ম। আর সেই ম্যাচে যদি রোহিত ও কোহলির মতো ক্রিকেটারেরা থাকেন, তবে উত্তেজনা দ্বিগুণ হয়। কিন্তু বর্তমানে যা পরিস্থিতি, তাতে সেই সুযোগ হাতছাড়া হওয়ার সম্ভাবনাই বেশি। বাংলাদেশ সফর স্থগিত হলেও দু’দেশের ক্রিকেট বোর্ড আলোচনার মাধ্যমে ভবিষ্যতে নতুন সময় নির্ধারণ করতে পারে। বিসিসিআই চাইছে নিরাপদ ও স্থিতিশীল পরিবেশে ক্রিকেট খেলতে। এক বোর্ড কর্তার কথায়, “আমরা ক্রিকেট খেলাকে রাজনৈতিক পরিস্থিতির থেকে আলাদা রাখতে চাই, কিন্তু খেলোয়াড়দের সুরক্ষাও আমাদের দায়িত্ব।” এই বিবৃতিই স্পষ্ট করে দেয়, রাজনৈতিক প্রেক্ষাপটের প্রভাব ফেলেছে সিদ্ধান্তে। এই মুহূর্তে ভক্তদের একমাত্র ভরসা অক্টোবরের অস্ট্রেলিয়া সিরিজ। সেখানে জাতীয় দলের জার্সিতে আবার দেখা যেতে পারে রোহিত ও কোহলিকে। তার আগে তাঁদের আর মাঠে না দেখা যাওয়ার সম্ভাবনাই প্রবল।

ছবি: সংগৃহীত
আরও পড়ুন : India vs England Test | সিরাজের ছয় উইকেট, আকাশদীপের আগুন: ব্রুক-স্মিথের জুটি ভাঙতেই ম্যাচে শাসন ফিরল ভারতের

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

Also Read