



সাশ্রয় নিউজ ডেস্ক, কালনা ★ পূর্ব বর্ধমান : আজ ভারতের মানচিত্রে ১৫ আগস্ট স্বাধীনতা দিবস অত্যন্ত পবিত্রতম ও গৌরবোজ্জ্বল দিন।
এই দিনটি দেশের সমস্ত জায়গাতেই খুব শ্রদ্ধার সঙ্গে উদযাপন করা হয়। বিভিন্ন স্কুল কলেজগুলির মধ্যে কালনা পূর্ব বর্ধমানের হিন্দু গার্লস হাই স্কুল তারা ৭৮ তম স্বাধীনতা দিবস উদযাপন করল।
অনুষ্ঠানে পতাকা উত্তোলন, দেশাত্মবোধক গান, কবিতা আবৃত্তি, বক্তব্য, নৃত্য পরিবেশনের মধ্যে আজকের এই পবিত্রতম দিনটি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে বিদ্যালয়ের শিক্ষিকা, শিক্ষাকর্মী এবং ছাত্রীবৃন্দ। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনার দায়িত্বে ছিলেন বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা শ্রীমতী মমতা রায় চৌধুরী।
শুধু কালনা শহরই নয়, পূর্ব বর্ধমান জেলার বিভিন্ন ক্লাব, শিক্ষাপ্রতিষ্ঠান, আবাসন, ব্যবসায়ী সমিতির উদ্যোগে ৭৮ তম স্বাধীনতা দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়।
আরও পড়ুন : Santanu Sen : মুখপাত্রের পদ খোয়ালেন শান্তনু সেন
