Sasraya News

Saturday, February 8, 2025

Ind vs Eng 4th test Ranchi : রাঁচিতে ইংল্যান্ডকে হারিয়ে সিরিজ জয় ভারতের

Listen

সাশ্রয় নিউজ ★ রাঁচি : রাঁচিতে ভারত ইংল্যান্ডের ভেতর চতুর্থ টেস্ট ম্যাচ (Ind vs Eng 4th test Ranchi) জয় ভারতের। এই জয়ের ভেতর দিয়ে ভারত সিরিজ জিতল। প্রথম টেস্টে হারের পরে জ্বলে ওঠে রোহিতরা। দ্বিতীয় ইনিংসে কুলদীপ যাদবের চার উইকেট ভারতকে শক্ত ভীতের ওপর দাঁড় করিয়ে দেয়। অন্যদিকে শ্রীকর ভকতের জায়গায় টেস্ট অভিষেক হয় ধ্রুব জুরেল। এবং অভিষেকেই ধ্রুব ছাপ রাখলেন ক্রিকেট দুনিয়ায়। প্রথম ইনিংসে ৯০ রান ও দ্বিতীয় ইনিংসে অপরাজিত ৩৭ রান করে উইকেট কিপার ধ্রুব জুরেল ম্যাচ সেরার পুরস্কার জিতে নিলেন। শুধু তাই নয়, ভারতীয় ক্রিকেটের ইতিহাসে এই প্রথম কোনও উইকেট কিপার ব্যাটার অভিষেক টেস্টে এমন পারফরম্যান্স করলেন। এবং জিতলেন ম্যাচ সেরার পুরস্কার। বাংলার পেশার আকাশদীপ-এর এই টেস্টেই অভিষেক হয়। তিনি তিন উইকেট পেয়েছেন। প্রথম ইনিংসে রবীন্দ্র জাডেজা ৪ উইকেট পেয়েছিলেন ৬৭ রান খরচ করে। তেমনি যশস্বী জয়সওয়াল প্রথম ইনিংসে ৭৩ রান করেন। যা দলের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়। ক্রিকেট বিশেষজ্ঞদের মত, এই দুরন্ত ফর্মে আছে রোহিতের টেস্ট দল। সিরিজ জয় করে দলের মনোবল আরও বৃদ্ধি পেল। ছবি : সংগৃহীত 

আরও খবর : Urvashi Rautela Birthday Cake : ঊর্বশীর জন্মদিনে তিন কোটির কেক উপহার হানির

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment