



বিসর্জনের সময় ধেয়ে এল হড়পা বান
সাশ্রয় নিউজ : বিজয়া দশমীর দিন প্রতিমা বিসর্জনের সময় হঠাৎই-হড়পা বান। নিহত ৯ বলে জানা যায়। মালদহের মালবাজারের মাল নদীতে হড়পা বান। এই ঘটনাকে ঘিরে এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়েছে। এবং শোকের ছায়াও। বিসর্জন ঘিরে চিন্তার ভাঁজ কপালে স্থানীয় পুজো কর্তাদের। দুর্ঘটনার সময় প্রায় ৯ হাজার জন নদীর ধারে ছিলেন দাবী, স্থানীয় বিধায়ক বুলুচিক বড়াইকের। জেলা শাসক বললেন, ওখানে এখনও আটকে আছে অনেকেই।
