Sasraya News

Incident : চোপড়ায় পথদুর্ঘটনায় মৃত্যু বৃদ্ধের

Listen

চোপড়ায় পথ দুর্ঘটনায় মৃত্যু বৃদ্ধের

সাশ্রয় নিউজ ★ ইসলামপুর : চোপড়ায় পথ দুর্ঘটনায় মৃত্যু এক বৃদ্ধের। ৩১ নম্বর জাতীয় সড়কের ওপর মঙ্গলবার একটি ট্রাক পিষে দেয় এক বৃদ্ধকে। মৃতের নাম যতীন্দ্রনাথ দাস (৭৫), বাড়ি চোপড়া থানার দাসপাড়ায়। তাঁকে আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় বাসিন্দারা উদ্ধার করে দলুয়া হাসপাতালে নিয়ে যান। অবস্থায় অবনতি হলে চিকিৎসকরা তাঁকে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করেন। কিন্তু শিলিগুড়ি নিয়ে যাওয়ার পথেই প্রাণত্যাগ করেন যতীন্দ্রনাথ বাবু। পুলিশ সূত্রে পাওয়া খবর, জমিজমার কাজে তিনি ভূমি ও ভূমি সংস্কার অফিসে যাচ্ছিলেন। শিলিগুড়ির দিক থেকে আসা একটি আলু বোঝাই ট্রাক পিষে দেয় তাঁকে।

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

Also Read