



গাড়ি থেকে তরুণীকে ফেলে দেওয়ার অভিযোগ যুবকের বিরুদ্ধে
সাশ্রয় নিউজ : প্রেমের প্রস্তাবে ‘না’ বলায় তরুণীকে গাড়ি থেকে ফেলে দেওয়ার অভিযোগ উঠল একজন যুবকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার পিংলার মুণ্ডুমারিতে। আশঙ্কাজনক অবস্থায় তরুণীকে স্থানীয় মানুষজন উদ্ধার করে প্রথমে পিংলা গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে হাসপাতাল মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ট্রান্সফার করে বলে সুত্রের খবর। চিকিৎসায় উন্নতি না হওয়ার আক্রান্ত তরুণীকে কলকাতার হাসপাতালে রেফার করেন চিকিৎসকরা।
তরুণীর পরিবার সুব্রত দোলুই নামে ওই যুবকের বিরুদ্ধে খুনের চেষ্টাসহ একাধিক ধারায় মামলা করেছেন। পরিবারের অভিযোগ পেয়ে পুলিশ তদন্ত করছে। সুত্রে খবর, আক্রান্ত তরুণী ও অভিযুক্ত যুবক দীর্ঘদিনের পরিচিত। সুব্রত পূর্বে প্রেমের প্রস্তাব দিলে সেই প্রস্তাব বারবার ফিরিয়েছেন তরুণী। এরপর শনিবার একটি গাড়িতে যাচ্ছিলেন দুজনে। পুলিশ অনুমান করছে, গাড়িতেও প্রেমের প্রাস্তাবে সাড়া না পেয়ে যুবক তরুণীকে চলন্ত গাড়ি থেকে ফেলে দেন।
অভিযুক্ত যুবককে তল্লাশি চালিয়ে গাড়িসহ আটক করেছে পুলিশ।
