Sasraya News

Wednesday, June 18, 2025

Incident : একজন ঘুমন্ত মানুষকে পা-দিয়ে পিষে মারল হাতি

Listen

একজন ঘুমন্ত মানুষকে পা-দিয়ে পিষে মারল হাতি 

সাশ্রয় নিউজ ★ জলপাইগুড়ি : জলপাইগুড়িতে দেউনিয়া গ্রামে হাতির হানায় প্রাণ হারালেন এক ব্যক্তি। জানা যায়, মৃতের ব্যক্তির নাম, নীলকান্ত ওঁরাও। গ্রামবাসীরা জানান, ওই সময় নীলকান্ত ঘুমিয়েছিলেন। ঘুমন্ত অবস্থায় হাতির দল হানা দেয়। ঘুমন্ত নীলকান্তকে পা-দিয়ে পিষে মারে একটি হাতি। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন, বৈকুন্ঠপুর বনবিভাগের কর্মীরা। তাঁরা হাতিগুলিকে জঙ্গলের ভেতর ঢুকিয়ে দেন। স্থানীয় মানুষজনের অভিযোগ, জঙ্গল ছোট হয়ে যাচ্ছে। পর্যাপ্ত খাবার পাচ্ছে না হাতিরা। তাই প্রায়ই হাতির দল লোকালয়ে নেমে আসছে। ক্ষতিগ্রস্ত হচ্ছে চাষাবাদ, ঘরবাড়ি। কখনও কখনও মানুষের ওপর চড়াও হচ্ছে তারা। 

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment