



জয়ী বিশ্বাস ★ সাশ্রয় নিউজ, মুম্বাই : বলিউড অভিনেত্রী ইলিয়ানা ডিক্রুজ (Ileana D’Cruz) ফের মা হলেন (Ileana D’Cruz welcomes Second chaild)। গত ১৯ জুন তাঁর জীবনে এল আরেক খুশির খবর জন্ম নিল দ্বিতীয় পুত্রসন্তান।

সোশাল মিডিয়ায় সদ্যোজাতের নাম ঘোষণা করে নতুন অতিথিকে পরিচয় করিয়ে দিলেন ‘বরফি’ খ্যাত এই অভিনেত্রী। সন্তানের নাম রেখেছেন কিয়েনু রেফ ডোনাল (Koa Phoenix Dolan)। ছবিতে দেখা গিয়েছে, কিয়েনু একটি ছোট্ট টুপি ও উষ্ণ পোশাক পরে, গভীর ঘুমে আচ্ছন্ন।

নিঃশব্দে সে যেন পৃথিবীর সবচেয়ে স্নিগ্ধ বার্তা হয়ে এসেছে ইলিয়ানার (Ileana) জীবনে। ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, “Meet our darling Koa Phoenix Dolan. Born on the 19th of June, our hearts are full.” এই খুশির খবর ভাগ করে নেওয়ার সঙ্গে সঙ্গে ইলিয়ানা ও তাঁর স্বামী মাইকেল ডোনাল (Michael Dolan) ঈশ্বরের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেছেন।

পোস্টের নিচে লেখা, “Thank you for all the love, we’re overwhelmed and grateful.” ২০২৩ সালেই প্রথম সন্তানের জন্ম দেন ইলিয়ানা। তবে সেসময় তাঁকে পেরতে হয়েছিল বিতর্ক আর কটাক্ষের এক কঠিন অধ্যায়।

বিয়ের আগেই সন্তানধারণ করায় সোশাল মিডিয়ায় তাঁকে বহু প্রশ্নের মুখোমুখি হতে হয়। কারও সঙ্গে সম্পর্কে আছেন কিনা, সন্তানটির পিতৃপরিচয় কী এসব নিয়ে চলত নানান জল্পনা। তবে ইলিয়ানা কখনই সোজাসাপটা উত্তর দেননি। একাধিক সাক্ষাৎকারে ইলিয়ানা জানিয়ে ছিলেন, নিজের ব্যক্তিগত জীবন নিয়ে তিনি চুপ থাকতেই ভালবাসেন। ২০২৩-এর শেষদিকে এক ইনস্টাগ্রামে ছবি ঘিরে জল্পনার অবসান ঘটে মাইকেল ডোনাল নামের এক মার্কিন নাগরিককে গোপনে বিয়ে করেছেন অভিনেত্রী। পরবর্তীতে আরও ক’য়েকটি ছবি এবং একটি স্টোরিতে ইলিয়ানা ইঙ্গিত দিয়েছিলেন, তাঁরা একটি শান্তিপূর্ণ এবং গোপনীয় জীবন কাটাতে চান।

বর্তমানে ইলিয়ানা এবং মাইকেল তাঁদের দুই পুত্রসন্তানকে নিয়ে গড়ে তুলেছেন ছোট্ট সুখের সংসার। প্রথম সন্তানের নাম ‘কাইয়ান’ (Koa), আর দ্বিতীয় সন্তানের নাম ‘কিয়েনু’। দু’টি নামই হাওয়াইয়ান ও পলিনেশিয়ান উৎসের, যার মানে শান্তি ও সাহস। নামের মধ্যেই যেন ফুটে উঠেছে তাঁদের পারিবারিক মন্ত্র, শান্তি ও ভালবাসা। ইলিয়ানার এই পোস্টের পর থেকেই অভিনন্দন জানাতে শুরু করেন বলিউডের তারকারা। প্রিয়াঙ্কা চোপড়া (Priyanka Chopra), মালাইকা অরোরা (Malaika Arora), বিদ্যা বালান (Vidya Balan)-এর মতো অভিনেত্রীরা কমেন্টে জানিয়েছেন তাঁদের ভালবাসা। প্রিয়াঙ্কা লেখেন, “So happy for you, mama! Blessings to the baby.” বিদ্যার বার্তা, “Lots of love to you and the little one. May he grow up with joy and light.”
একসময় কেরিয়ারের মধ্যগগনে থাকা ইলিয়ানা এখন আপাতত বিরতি নিয়েছেন অভিনয়জগৎ থেকে। এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, “I want to give all my time to my children right now. Films can wait, their childhood won’t.”

পরিবারই এখন তাঁর একমাত্র অগ্রাধিকার। তাঁর এই নতুন পথচলা এক অর্থে বলিউডের প্রচলিত ধারার বাইরে। যেখানে অভিনেত্রীদের ব্যক্তিগত জীবনের প্রতিটি পদক্ষেপ নিয়ে চলে চুলচেরা বিশ্লেষণ, সেখানে ইলিয়ানা যেন অনেক বেশি নির্জন, সংবেদনশীল, এবং অন্তর্মুখী মায়ের প্রতিমূর্তি হয়ে উঠেছেন। এখন প্রশ্ন উঠছে, কবে ফিরবেন রূপোলি পর্দায়? অনুরাগীরা যদিও এখনই সে উত্তর পাচ্ছেন না। তবে তাঁদের মনেও কোনও খেদ নেই। কারণ তাঁরা জানেন, একজন মা যখন নিজের মাতৃত্বকে সবচেয়ে বড় ভূমিকা হিসেবে গ্রহণ করেন, তখন সেটাই তাঁর জীবনের সবচেয়ে বড় সাফল্য।

ইলিয়ানা নিজেই এক পোস্টে বলেছিলেন, “Motherhood is raw, it’s exhausting, but it’s magical. I’ve never felt so much purpose before.” তাঁর এই শব্দগুলিই হয়তো হয়ে থাকবে বহু নারীর অনুপ্রেরণা। দ্বিতীয় সন্তানের জন্মের পর নতুন জীবনের দিকে পা রাখলেন ইলিয়ানা ডিক্রুজ। আর অনুরাগীরা চেয়ে আছেন, এই মায়াবতী অভিনেত্রীর আগামী দিনে আরও সুখ, শান্তি ও ভালোবাসা যেন ভরে থাকে অফুরন্তভাবে।
সব ছবি: সংগৃহীত
আরও পড়ুন : Kajol | তিন খানের তুলনায় সালমানের স্টার পাওয়ার অনন্য! অকপট স্বীকারোক্তি কাজলের
