IFA Shield | আইএফএ শিল্ড ফাইনালে ভরসা সেই পুরনো নায়ক, নতুন সুযোগ?

SHARE:

সাশ্রয় নিউজ ডেস্ক ★ কলকাতা : ভারতের ক্লাব ফুটবলে আইএফএ শিল্ড (IFA Shield) একটি ইতিহাসবাহী টুর্নামেন্ট। এমনকি আজও অনেক ক্লাব ও ফুটবলপ্রেমীর কাছে এটি মর্যাদার প্রতীক। এইবার শিল্ড ফাইনালে এক নতুন বা পুরনো নায়ক ভেঙ্কটেশকে (Venkatesh) বেশি ভরসা করছেন অনেকেই। কারণ তাঁর অভিজ্ঞতা, থিম ও শিল্ডের মঞ্চের সাথে সম্পর্ক এ ব্যাপারে বিশেষ গুরুত্ব পাচ্ছে।প্রথমেই বিষয় স্পষ্ট করা ভালো: এখানে “ভেঙ্কটেশ” বলতে বোঝানো হচ্ছে সেই যুগের খেলোয়াড় বা বর্তমান ফুটবলার যিনি শিল্ড ফাইনালের গূঢ় বোঝাপড়ায় পারদর্শী বলে ক্লাব ও সমর্থকদের বিশ্বাস আছে। প্রতিবার শিল্ডে বড় ম্যাচে জয়ের ক্ষেত্রে এমন অভিজ্ঞ খেলোয়াড়দের মান অত্যধিক। ইতিহাসের দিকে নজর দিলে দেখা যায়, শিল্ড ফাইনালে গুরুত্বপূর্ণ মুহূর্তে ভেঙ্কটেশ নামের ফুটবলাররা অনেকবার জয় এবং ক্লাব গৌরব এনে দিয়েছেন। উদাহরণস্বরূপ ১৯৪৯ সালের শিল্ড ফাইনালে Pansanttom Venkatesh একটি গোলে ইস্ট বেঙ্গলকে বিজয় এনে দিয়েছিলেন। আজকের দিনেও সেই ঐতিহ্য ও মানসিক অঁশ এখনও সমর্থকদের মনে জেগে আছে।

এই বিশ্বাসের পেছনে কয়েকটি কারণ রয়েছে:

প্রথমত, অভিজ্ঞতা ও মানসিক দৃঢ়তা। ফাইনালে চাপ, স্টেডিয়ামের উত্তাপ, ম্যাচের নানাভাবে ওঠাবসা, এই সব কিছু মোকাবিলা করতে পারে এমন খেলোয়াড় প্রয়োজন। ভেঙ্কটেশরা সেই মানসিক দৃঢ়তা ও বড় ম্যাচের বোঝাপড়ায় পারদর্শী যেতে দেখেছে।দ্বিতীয়ত, সংগঠনের নির্ভরযোগ্যতা। ক্লাব ম্যানেজমেন্ট ও কোচিং স্টাফ যারা ফাইনাল রুটম্যাপ তৈরি করেন, তারা প্রায়ই এমন খেলোয়াড়দের ওপর নির্ভর করেন যারা অতীতে গুরুত্বপূর্ণ মুহূর্তে দলের পক্ষে অবদান রেখেছে। ভেঙ্কটেশদের নাম তালিকায় রাখায় সিদ্ধান্তহীন মুহূর্তে ক্লাবের আস্থা বেড়ে যায়।তৃতীয়ত, প্রচারণা ও সমর্থক মনোবল। এমন নাম মাঠে থাকলে স্টেডিয়াম ও সমর্থকেরা একটি ইতিবাচক মনোভাবে থাকে। “ভরসার নাম” হিসেবে ভেঙ্কটেশ নামে যখন নাম ওঠে, তখন সমর্থকদের মনোবলও নাটকীয়ভাবে বাড়ে।

আরও পড়ুন : Harmanpreet Kaur, Women’s World Cup 2025, England vs India Women | হরমনপ্রীতদের সামনে অ্যাসিড টেস্ট: ইংল্যান্ড ম্যাচেই সেমিফাইনালের ভাগ্য নির্ধারণ ভারতীয় মেয়েদের

তবে এটাও সত্য যে, ফাইনাল ম্যাচে শুধু নাম বা অতীত শ্রেষ্ঠত্বই সবকিছু নির্ধারণ করে না। বর্তমান ফর্ম, ফিটনেস, প্রতিপক্ষের বিশ্লেষণ, ট্যাকটিক্যাল প্রস্তুতি, এইগুলোকেও সমান গুরুত্ব দিতে হবে। একটি বিশেষ ম্যাচে ক্লাব কোচিং স্টাফরা যদি বল বলেন, “ভেঙ্কটেশকে কেন্দ্রে রাখবো, কারণ তিনি বড় মঞ্চে ভয় পায় না”, এই বক্তব্যই বোঝায়, কতটা আস্থা রয়েছে তাঁর কাছে। শিল্ড ফাইনালে ভেঙ্কটেশ-এর ওপর ভরসার অনন্য কারণ হল, তাঁর অভিজ্ঞতা, টুর্নামেন্ট বোধ ও মানসিক স্থিতিস্থাপকতা। নতুন বা তরুণ খেলোয়াড়রা লড়াই করবেন, তবে বড় মুহূর্তে ভেঙ্কটেশের মতো নামই দলে ভারসাম্য আনতে পারে। এই ফাইনালে ক্লাব কর্তৃপক্ষ যদি সঠিক রিয়াজ, প্রস্তুতি, ও সমর্থন দেয়, তাহলে ভেঙ্কটেশ নেতৃত্বে দল হতে পারে চূড়ান্ত প্রতিদ্বন্দ্বী এবং শিল্ড জয়ী।

ছবি : প্রতীকী 

আরও পড়ুন : West Bengal Voting-politics: পশ্চিমবঙ্গের ভোট-রাজনীতি: এগিয়ে কে-বিজেপি, তৃণমূল, সিপিএম না কংগ্রেস (আজ চৌদ্দ-তম কিস্তি)

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন