Sasraya News

Tuesday, February 11, 2025

Idrish Ali Passed Away : প্রয়াত তৃণমূল বিধায়ক ইদ্রিস আলি

Listen

সাশ্রয় নিউজ ★ কলকাতা : প্রয়াত হলেন ভগবানগোলার বিধায়ক ইদ্রিস আলি (৭৩)।  অনেকগুলি রোগে আক্রান্ত ছিলেন বলে তৃণমূল সূত্রে উল্লেখ। শুক্রবার হাওড়ার একটি বেসরকারি হাসপাতালে রাত ২ঃ১০ নাগাদ তাঁর দেহাবসান হন। তৃণমূল কংগ্রেস সূত্রে জানানো হয়েছে, ইদ্রিস আলি তৃণমূল কংগ্রেসের একাগ্র কর্মীছিলেন। করোনার পরে থেকে প্রায়ই অসুস্থ থাকতেন। বেশিরভাগ সময়ই অন্যের সাপোর্ট নিয়ে চলাফেরা করতেন। কিন্তু বিগত ক’য়েক দিন ধরে বাইরে বেরুতে পারতেন না। ২০২১ সালে তিনি বিধানসভা নির্বাচন লড়ে বিধায়ক হন। তার আগে তিনি বসিরহাট কেন্দ্রের এমপি ছিলেন। ২০০৭ সালে আলোলন দেখাতে গিয়ে পুলিশের হাতে গ্রেফতারও হিন। রাজনীতিতে সক্রিয় থাকলেও ইন্দ্রিস আলি ছিলেন একজন আইনজীবী। তাঁর আকস্মিক প্রয়াণে শোক রাজনৈতিক মহলে। ছবি : সংগৃহীত

আরও পড়ুন : Left front Rally : সন্দেশখালি ইস্যুতে বামফ্রন্ট মিছিল করল বসিরহাটে

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment