



ICDS-এ প্রোমোশন
সাশ্রয় নিউজ : আইসিডিএস-এ প্রমোশনের জন্য প্রোমোশন। আসন সংখ্যা ৪৩৫, ডেজিগনেশন, অঙ্গনওয়াড়ি কর্মী, অঙ্গনওয়াড়ি সহায়িকা। কোয়ালিফেকেশন : মাধ্যমিক। যে জেলায় নিয়োগ হবে : হুগলি। সর্বোচ্চ বয়সসীমা : ১৮-৪৫। লিখিত পরীক্ষা ও মুখোমুখি সাক্ষাৎকারের ভিত্তিতে প্রার্থী বাছায় করা হবে। সাক্ষাৎকারে ৫ নম্বর ও লিখিত পরীক্ষা ৩৫ নম্বরের দিতে হবে। আবেদনপত্রের সঙ্গে জমা দিতে হবে : শিক্ষাগত যোগ্যতার প্রতিলিপি। বয়সের প্রমাণপত্রের প্রতিলিপি। যে এলাকায় প্রার্থী বসবাস করেন, সেই এলাকার বসবাসের প্রমাণপত্র। ভোটার কার্ডের প্রতিলিপি। ও ৩ কপি পাসপোর্ট সাইজের ছবি।
আবেদন করা যাবে ১৫ সেপ্টেম্বর ২০২২ থেকে ১৫ অক্টোবর ২০২২ পর্যন্ত।
