ICC ODI World Cup 2023 : ১৯১ রানে অল আউট পাকিস্তান

SHARE:

১৯১ রানে অল আউট পাকিস্তান

সাশ্রয় নিউজ ★ আহমেদাবাদ : আহমেদাবাদ নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ১৯১ রানে অল আউট পাকিস্তান। ভারতীয় বোলারদের ঝোড়ো ইনিংস দেখল দর্শকরা। মহম্মদ সিরাজ প্রথম ইউকেট নিয়ে পাকিস্তানের ব্যাটারদের পতনের সূচনা করেন। পাকিস্তানের ব্যাটারদের ফিল্ডিং, বোলিংয়ে একপ্রকার ঘিরে রাখলেন ভারতীয় একাদশ। সেই উইকেট নেওয়ার ধারা অব্যাহত রাখলেন বুমরা, জাডেজা, হার্দিক, কূলদীপরা, সিরাজরা। তাঁরা প্রত্যেকেই দু’টি করে উইকেট পান। মাত্র ৪২.৫ ওভারের মাথায় ১৯১ রানে পাকিস্তানি ব্যাটারদের ড্রেসিংরুমে ফেরত পাঠাল ভারতের বিধ্বংসী বোলাররা। নরেন্দ্র মোদী স্টেডিয়ামে উপস্থিত ভারতীয় সমর্থকদের ভেতর উচ্ছ্বাস বারবার প্রমাণ করে দিচ্ছিল ক্রিকেট নিয়ে তাঁদের আবেগ! সেইসঙ্গে রোহিত শর্মার দক্ষ ক্যাপ্টেন্সি দেখল ক্রিকেট বিশ্ব।

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন