Sasraya News

Friday, March 28, 2025

ICC ODI World Cup 2023 : দক্ষিণ আফ্রিকার বিধ্বংসী ব্যাটিং, শ্রীলঙ্কার লক্ষ্য ৪২৯

Listen

দক্ষিণ আফ্রিকার বিধ্বংসী ব্যাটিং, শ্রীলঙ্কার লক্ষ্য ৪২৯

সাশ্রয় নিউজ ★ নতুন দিল্লি : দক্ষিণ আফ্রিকার বিধ্বংসী ব্যাটিংয়ের সামনে ধরাশায়ী শ্রীলঙ্কার বোলার ফিল্ডাররা। দক্ষিণ আফ্রিকার তিন ব্যাটার অরুণ জেটলি স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিরুদ্ধে সেঞ্চুরি করেন। অ্যাডন ম্যাকরাম ১০৬, ডুসেন ১০৮ ও ক্যুইনটন ডি কক ১০০ রানের ইনিংস খেলেন। ব্যাটারদের তিনটি অনবদ্য সেঞ্চুরিতে ভর করে দক্ষিণ আফ্রিকা ৫ উইকেট হারিয়ে ৪২৮ রান করে। এদিকে রানের পাহাড় তুলে দিয়ে শ্রীলঙ্কান দলের মনোবলে আঘাত হানে বলে ক্রিকেট বিশেষজ্ঞদের মত। জেতার জন্য ৪২৯ রান তাড়া করতে নেমেছে শ্রীলঙ্কা। শেষ খবর পাওয়া পর্যন্ত এক উইকেট হারিয়ে শ্রীলঙ্কার রান ৫৬। ৬.৩ ওভার খেলা হয়েছে। খেলা চলছে।

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment