



জয়ের জন্য ৩২৩ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করছে ডাচরা
সাশ্রয় নিউজ ★ হায়দরাবাদ : প্রথমে ব্যাট করতে নেমে হায়দরাবাদের রাজীবগান্ধি স্টেডিয়ামে ডাচদের বিরুদ্ধে ৩২৩ রানের লক্ষ্যমাত্রা রাখে কিউয়িদের। ইতিমধ্যে এই বিশ্বকাপে গতবারের বিশ্বচাম্পিয়নদের হারিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করে। আজ নেদারল্যান্ডসের বিরুদ্ধে ১৯ রান করে আউট হন ডেভন কনওয়ে। ৭০ রানে ফেরেন ইয়ং। ভারতীয় বংশোদ্ভূত রাচীন রবীন্দ্র অর্ধশত করে প্যাভিলিয়নে ফেরেন। ড্যারন মিচেল ৪৮ রান করে আউট হন। গ্রেন ফিলিপ্সের ব্যাট থেকে আসে ৪ রান, অধিনায়ক টম ল্যাথম ৫৩ রান করে আউট হন। অন্যদিকে, কিউয়িদের বিরুদ্ধে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে ডাচরা। বিক্রমজিৎ সিং আউট হন ১২ রানে। মাত্র ১৬ রানে স্যান্ট্যার ক্রিজ থেকে ফেরত পাঠালেন ম্যাক্স ও’ডাউডকে। ব্যক্তিগত ১৮ রানে বাস ডি লিড আউট হন। খেলা চলছে। নেদারল্যান্ডস ১৯.০ ওভারে ৭৬ /৩।
