



কুশলের সেঞ্চুরি, ভাঙলেন রেকর্ড
সাশ্রয় নিউজ ★ হায়দরাবাদ : ক্রিকেটের মহাযুদ্ধ জমে উঠেছে। আজ মঙ্গলবার হায়দরাবাদে রাজীব গান্ধী স্টেডিয়ামে শ্রীলঙ্কা ও পাকিস্তান মুখোমুখি হয়। প্রথমে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কান ক্রিকেটার কুশল মেন্ডিস দেশের হয়ে দ্রুততম শতরান করেন। সেই সঙ্গে ভেঙে দেন কুমার সাঙ্গাকারার রেকর্ড। ২০১৫ সালে ৭০ বলে সেঞ্চুরি করেন সাঙ্গাকারা। ম্যাচটি ছিল ইংল্যান্ডের সঙ্গে। আজ মেন্ডিস ৬৫ বলে শতরান করেন শ্রীলঙ্কা ও পাকিস্তান ম্যাচে। এই বিশ্বকাপে সবচেয়ে দ্রুততম সেঞ্চুরিটি করেন দক্ষিণ আফ্রিকার এইডেন মার্করাম। তিনি ৪৯ বলে এই বিশ্বকাপের এখন পর্যন্ত দ্রুততম শতরান করেন। প্রোটিয়া ক্রিকেটার শ্রীলঙ্কার সঙ্গে ওই ম্যাচে ১০৮ রান করেছিলেন।
