



আজ চেন্নাইয়ে রোহিতরা মুখোমুখি হবে অস্ট্রেলিয়ার
সাশ্রয় নিউজ ★ চেন্নাই : আজ রবিবার চেন্নাইয়ে মুখোমুখি হবে ভারত ও অস্ট্রেলিয়া। বিশ্বকাপ-২০২৩-এর প্রথম ম্যাচ দুই দুলেরই। এই ম্যাচের দিকে তাকিয়ে ছিল দুই দল ও ক্রিকেট বিশ্বও। আজকের ম্যাচ দিয়েই শুরু রোহিতদের বিশ্বকাপ অভিযান। টানটান উত্তেজনা ভারতীয় শিবিরে। ২০১১ সালে শেষবার ভারতের মাটিতে বিশ্বকাপ ক্রিকেট অনুষ্ঠিত হয়। ওই বছরই ভারর মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে সেবার বিশ্বকাপ ঘরে তুলেছিল। উল্লেখ্য, সম্প্রতি তিনটি ম্যাচের ওয়ান ডে সিরিজ জেতে ভারত। ভারতীয় দল কোচ রাহুল-এর দল এখন প্রাণ শক্তিতে ভরপুর বলে মনে করছে ক্রিকেট বিশেষজ্ঞরা। সূত্রের খবর, চেন্নাইয়ের পিচ স্পিন সহায়ক। আর আজ ভারত চেন্নাইয়ে তিনজন স্পিনারকে ব্যবহার করতে পারেন বলে ক্রিকেট বিশেষজ্ঞরা মনে করছেন। ভারতীয় দলে এসেছেন রবিচন্দন আশ্বিন। এছাড়াও দলে কুলদীপ যাদব ও রবীন্দ্র জাদেজা রোহিতের আজকের দলে ইতিবাচক দাগ রাখবেন বলে আশা ভারতীয় ক্রিকেট মহলের। বেলা ২ টো (ভারতীয় সময়) সময় ম্যাচ শুরু হবে।
ছবি : সংগৃহীত
