Sasraya News

Thursday, June 19, 2025

Icc Men’s ODI World Cup 2023 India : আফগানিস্তানের বিরুদ্ধে ম্যাচেও দলে ফিরছেন না শুভমন

Listen

আফগানিস্তানের বিরুদ্ধে ম্যাচেও দলে ফিরছেন না শুভমন

সাশ্রয় নিউজ ★ স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপে ভারতের প্রথম ম্যাচ ছিল অজিদের বিরুদ্ধে। রবিবার সেই ম্যাচে শুভমন গিল অসুস্থতার জন্য দলের সঙ্গে যোগ দিতে পারেননি। ভার‍তের পরের ম্যাচ দিল্লিতে, অরুণ জেটলি স্টেডিয়ামে। আজ সোমবার ভারতীয় ক্রিকেট বোর্ড এক বিবৃতিতে জানায়, ‘টিম ইন্ডিয়ার ব্যাটার শুভমন গিল আগামী ৯ অক্টোবর দলের সঙ্গে দিল্লিতে আসছেন না। ওপেনিং বয়াটার, ক্রিকেট বিশ্বকাপের প্রথম ম্যাচে চেন্নাইয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলতে পারেননি। আগামী ১১ অক্টোবর দিল্লিতে আফগানিস্তানের বিরুদ্ধেও শুভমনের খেলা হবে না।’ ভারতীয় ক্রিকেট বোর্ড আরও জানায়, শুভমনের চিকিৎসা চলছে। ডেঙ্গীতে আক্রান্ত ভারতীয় ব্যাটার। উল্লেখ্য যে, আফগানিস্তানের সঙ্গে ম্যাচেও ভারতীয় দল শুভমনকে ছাড়াই মাঠে নামবে। শুভমনের দ্রুত সুস্থ্য হয়ে ওঠার জন্য নেটিজেনরা প্রার্থণা করছেন। তেমনি শুভমনের দলে ফেরার অপেক্ষায় ভারতীয় ক্রিকেট মহলও।

ছবি : সংগৃহীত 

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment