



বাংলাদেশের সামনে ইংল্যান্ড লক্ষ্য রাখল ৩৬৫ রানের
সাশ্রয় নিউজ ★ স্পোর্টস ডেস্ক : আজ বাংলাদেশ ও ইংল্যান্ড ম্যাচে বড় স্কোর দাঁড় করল ইংল্যান্ড। প্রথমে ব্যাট করতে নেমে ইংল্যান্ড ৭ উইকেট হারিয়ে ৩৬৪ রান করে। বাংলাদেশের মেহেদী হাসান মিরাজ ইংল্যান্ডের ৪ উইকেট তুলে নেন। ব্যাট হাতে অনবদ্য মালান ১৪০ রান করেন। রুট করেন ৮২। রুট ও লিয়াম লিভিংস্টোনের উইকেটটি নেন শরিফুল ইসলাম। ৩৬৫ রানের লক্ষ্য নিয়ে মাঠে নেমেছেন বাংলাদেশের ব্যাটাররা। শুরুতেই বাংলাদেশের ওপেনার লিটন দাস পরপর তিনটি বাউন্ডারি মারেন। খেলা চলছে। উল্লেখ্য যে, এর আগে বাংলাদেশ ও ইংল্যান্ডে পরস্পর ৪ বার বিশ্বকাপে প্রতিদ্বন্দ্বীতা করে। দু’টি করে ম্যাচ জেতে দুই দেশ।
