



দিল্লিতে মুখোমুখি দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কা
সাশ্রয় নিউজ ★ নতুন দিল্লি : কাসিডো রাবাডারা আজ শ্রীলঙ্কার মুখোমুখি হয়েছে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে। এশিয়া কাপ ফাইনালে ভারতের কাছে শ্রীলঙ্কার লজ্জার হারের স্মৃতি এই বিশ্বকাপে মুছতে চাইবেন শ্রীলঙ্কা এটাই স্বাভাবিক। এদিকে ওই দলের সকলের নজর থাকবে ‘জুনিয়র মালিঙ্গা’ অর্থাৎ মাতিসা পাথিরানার দিকে। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে টসে জিতে ফিল্ডিং নেয় শ্রীলঙ্কা। দক্ষিণ আফ্রিকা। ১৫ ওভার খেলা হয়েছে। দক্ষিণ আফ্রিকার স্কোর ৮১ /১। অন্য দিকে বিশ্বকাপের এদিনের আরেক ম্যাচে মুখোমুখি আফগানিস্তান ও বাংলাদেশ। আফগানদের ১৫৭ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করছে বাংলাদেশ। স্কোর ৮৮/২। ১৯.৪ ওভার। খেলা চলছে।
